শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এক নয়, হাজার গুণ বেদানার

লাইফস্টাইল ডেস্ক

১৭:৪২, ১০ নভেম্বর ২০২০

আপডেট: ১০:০২, ১১ নভেম্বর ২০২০

৯৫১

এক নয়, হাজার গুণ বেদানার

প্রতিটি মানুষের প্রিয় বেদানা। এটি খেতে দারুণ সুস্বাদু। শুধু তাই নয়, রসালো ফলটির গুণাগুণ অপার। এটি ডালিম নামেও পরিচিত। চলুন জেনে নিই এর উপকারিতার কথা- 

*বেদানা শরীরে রক্তের অভাব রোধ করে। দেহে রক্তের সমতা বজায় রাখে।
 
* আমাশয় নিরাময়ে এ ফলের কার্যকারিতা অনস্বীকার্য। এর খোসা অত্যন্ত উপকারী। 

*মধু ও দইয়ের সঙ্গে বেদানার রস মিশিয়ে খেলে গর্ভপাতের শংকা দূর হয়। 

* এর খোসা থেকে শিকড় সবই গুরুত্বপূর্ণ। কোনোটাই ফেলনা নয়। ত্বকের সৌন্দর্যে এটি ব্যবহার করা যায়।

* ফলটির খোসা চিবিয়ে খেলে হজম সমস্যা দূর হয়।

*হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় বেদানার রস।

* এ  ফল নানাধরনের প্রদাহজনিত সমস্যা নিবারণে দারুণ কার্যকর। 

*পরিপাকতন্ত্রের প্রদাহ; এমনকি কোলন ক্যান্সার প্রতিরোধে এটি বিশেষ ভূমিকা পালন করে।

* অসাধারণ শক্তিসম্পন্ন অ্যান্টি-অক্সিডেন্ট পুনিক্যালাজিন। এটি বেদানার রস ও খোসায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। এতে গ্রিন টি’র চেয়ে ৩ গুণ বেশি পুনিক্যালাজিন থাকে।
 
*ডালিমের বীজের তেলে প্রচুর পরিমাণে পুনিসিক এসিড আছে। এটি অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা কমায়।

* এখন বহু পুরুষ প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হন। এ ফলের রস ক্যান্সার কোষের বিভাজনে বাধা দেয়। এমনকি মারণঘাতি রোগের কোষ বিনষ্ট করতে পারে।
 
* মুখের ভেতর ঘা, দাঁতের সমস্যা, মাড়ি ফোলা রোগের পেছনে মূলত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস দায়ী। বেদানার ওষুধি গুণ এসব জীবাণু মেরে ফেলে। 
*এছাড়া রসালো ফলটির রস স্মৃতিশক্তি ধরে রাখতে এবং স্নায়ুজনিত নানা সমস্যা দূর করতে সহায়তা করে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank