বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উৎসাহ উদ্দীপনায় কুমিল্লায় ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা

১১:০৭, ১৫ জুন ২০২২

আপডেট: ১১:১১, ১৫ জুন ২০২২

৩৮৯

উৎসাহ উদ্দীপনায় কুমিল্লায় ভোটগ্রহণ চলছে

উৎসাহ উদ্দীপনায় কুমিল্লায় ভোটগ্রহণ চলছে। ছবি: অপেরাজেয় বাংলা
উৎসাহ উদ্দীপনায় কুমিল্লায় ভোটগ্রহণ চলছে। ছবি: অপেরাজেয় বাংলা

জমজমাট প্রচার-প্রচারণা শেষে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। 

বুধবার (১৫ জুন) সকাল আটটায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকালে কুমিল্লা হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় গণমাধ্যমকর্মীদের জেলা প্রসাশক বলেন, কেউ যদি কোনও বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।ভোট দিতে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে উৎসব আমেজ বিরাজ করছে।

নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। একে কেন্দ্র করে ভোটারসহ প্রার্থীদের উৎসাহ উদ্দীপনার কমতি নেই। জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থীই। 

তবে মেয়র হিসেবে যেই নির্বাচিত হোক না কেন নগরীর জলাবদ্ধতা, সন্ত্রাস, মাদক, যানজট অপরিকল্পিত আবাসন সমস্যার সমাধান করে কুমিল্লাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবেন-এটাই সাধারণ ভোটারদের প্রত্যাশা।

ভোট দিতে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে উৎসব আমেজ বিরাজ করছে।

নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। একে কেন্দ্র করে ভোটারসহ প্রার্থীদের উৎসাহ উদ্দীপনার কমতি নেই। জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থীই। 

তবে মেয়র হিসেবে যেই নির্বাচিত হোক না কেন নগরীর জলাবদ্ধতা, সন্ত্রাস, মাদক, যানজট অপরিকল্পিত আবাসন সমস্যার সমাধান করে কুমিল্লাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবেন-এটাই সাধারণ ভোটারদের প্রত্যাশা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুমিল্লা সিটিতে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ১ লাখ ১২ হাজার ৮২৬ জন।

মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট হচ্ছে। ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৮৯টি অতিঝুঁকিপূর্ণ, ৯টি ঝুঁকিপূর্ণ ও ৭টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বহুল প্রত্যাশিত এ ভোট নতুন সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম পরীক্ষা। স্বাভাবিকভাবেই এ নিয়ে তুমুল আগ্রহ বিরাজ করছে জনমনে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত