সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইইউতে যোগ দেওয়ার সবুজ সংকেত পেল ইউক্রেন

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:৪৩, ১৫ ডিসেম্বর ২০২৩

২১০

ইইউতে যোগ দেওয়ার সবুজ সংকেত পেল ইউক্রেন

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠকে ইউক্রেন এবং মলডোভাকে দ্রুত ইইউর সদস্যপদ দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে ইউক্রেন জনগণের আগ্রহ প্রবল।

কিন্তু বাদ সাধছিল হাঙ্গেরি। অবশেষে হাঙ্গেরিকে রাজি করানো গেছে। বৃহস্পতিবারের সিদ্ধান্তে হাঙ্গেরি ভেটো দেয়নি।

বেলজিয়ামে চলতি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া খুব সহজ মোটেই ছিল না। ২৭ দেশের মধ্যে একমাত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান জানিয়ে দিয়েছিলেন, তার দেশে ইউক্রেনের সঙ্গে কোনোরকম সংলাপ শুরু করতে চায় না। তার মতে ইইউতে যোগ দেওয়ার জন্য ইউক্রেন এখনো প্রযোজনীয় শর্তপূরণ করতে পারেনি। এই ক্ষেত্রে ইউক্রেনে দুর্নীতি এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণের উদাহরণ দেন তিনি। খবর ডয়চে ভেলে।

তবে আলোচনা শুরু হওয়ার সংবাদ প্রকাশ্যে আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এ এক ঐতিহাসিক জয়ের মুহূর্ত। এ জয় কেবল ইউক্রেনের নয়, সামগ্রিকভাবে ইইউর। এই জয় আমাদের আরও বেশি উজ্জীবিত ও শক্তিশালী করবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত