মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আর কত হারবে লিভারপুল!

স্পোর্টস ডেস্ক

২২:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ০৯:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২১

৬৪১

আর কত হারবে লিভারপুল!

সাম্প্রতিক সময়ে ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে লিভারপুল। ২০১৪ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা নিলো অল রেডরা। যার সর্বশেষটি এসেছে শনিবার (১৩ ফেব্রুয়ারি) লেস্টার সিটির বিপক্ষে। 

লেস্টারের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে পুরো শক্তির দলই নামান জার্গেন ক্লপ। প্রথমার্ধে একক আধিপত্য নিয়েই খেলে অলরেডরা। যদিও গোলের দেখা পায়নি। গোলশূন্য ড্র-তেই কাটে প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় দু'দলই। ৬৭ মিনিটে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবার্তো ফিরমিনোর পাস থেকে গোল করে লিভারপুলের আশার বাতি জ্বালান মো. সালাহ। কিন্তু সে বাতি জ্বলেনি বেশিক্ষণ। 

৭৮ মিনিটে ম্যাডিসনের গোলের ড্র সমতায় আসে লেস্টার। আর ৮১ ও ৮৫ মিনিটে গোল করে অল রেডদের বুকে ছুরি বিঁধেন জেমি ভার্ডি ও হার্ভে বার্নেস। 
লিভারপুলকে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে লেস্টার সিটি। অন্যদিকে টানা তিন ম্যাচ হারা অল রেডদের পয়েন্ট ৪০, অবস্থান চতুর্থ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank