অ্যাপল এখন ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের কোম্পানি
অ্যাপল এখন ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের কোম্পানি
প্রথম কোম্পানি হিসেবে শেয়ার বাজারের মূল্যে তিন ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে অ্যাপল।
এক বিলিয়ন সমান ১০০ কোটি, আর এক হাজার বিলিয়ন মিলে হয় এক ট্রিলিয়ন।
অর্থাৎ অ্যাপল কোম্পানি'র মোট মূল্য এখন তিন হাজার বিলিয়ন মার্কিন ডলার। টাকার হিসেবে এ অংকের পরিমাণ ২৫৮ লাখ ৪৯৩ হাজার কোটি টাকা।
২০০৭ সালে প্রথম আইফোন প্রকাশ্যে আনার পর থেকেই অ্যাপল-এর শেয়ার ৫৮০০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
করোনাভাইরাস প্যানডেমিকে অ্যাপল-এর ব্যবসায় বিপুল পরিমাণে বেড়েছে। কারণ গৃহবন্দী মানুষজন গ্যাজেট, স্মার্টফোন ইত্যাদি ডিজিটাল ডিভাইস বেশি ব্যবহার করেছে। খবর বিবিসি'র।
অ্যাপল-এর ব্যবসায়'র মধ্যে আছ আইফোন; ম্যাকবুক; আইপ্যাড; বিভিন্ন সফটওয়্যার; আইক্লাউড-এর স্টোরেজ; মিউজিক, টেলিভিশন, ও ফিটনেস সাবস্ক্রিপশন সেবা ইত্যাদি।
এর আগে ২০১৮ সালের আগস্ট মাসে এক ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের কোম্পানি হিসেবে নাম লেখায় অ্যাপল। ১৯৮০ সালে ১.৮ বিলিয়ন মার্কিন ডলারের কোম্পানি হিসেবে প্রথমবারের মতো শেয়ারবাজারে নাম লেখায় বিশ্বের অন্যতম প্রভাবশালী এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন
জনপ্রিয়
- বুধ, শনি ও চাঁদ ত্রিভুজ হয়ে দেখা দেবে রাতের আকাশে
- কৃত্রিম বুদ্ধিমত্তার ৫ ভয়ংকর দিক
- ফ্রিল্যান্সার ফাহিম ছিলেন আমাদের বিস্ময়, আমাদের অনুপ্রেরণা
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
- জীবন বাঁচাতেও সাহায্য করে মোবাইল, জানা আছে কি?
- কোডার্সট্রাস্ট বাংলাদেশের উদ্যোগে
ফ্রিল্যান্সিং প্রতিযোগিতায় ১০০০০০ টাকার প্রাইজমানি জিতলেন ফাতেমা মোস্তারী - বিদেশ ফেরতদের আইসিটি প্রশিক্ষণ দেবে কোডার্সট্রাস্ট, নতুন সম্ভাবনা
- কী আছে বাজারে আসা নতুন আইফোনে!
- ওয়ানপ্লাস ছাড়লেন সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই
- একচেটিয়া ব্যবসা ভেঙ্গে দেওয়ার সুপারিশ
অ্যামাজন-অ্যাপল-ফেসবুক-গুগলের বিরুদ্ধে ৪৪৯ পৃষ্ঠার রিপোর্ট