শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ || ১৫ অগ্রাহায়ণ ১৪৩১ || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অবশেষে প্রথম টেস্ট সেঞ্চুরি পেলেন লিটন

স্পোর্টস ডেস্ক

১৬:২০, ২৬ নভেম্বর ২০২১

আপডেট: ১৬:২৬, ২৬ নভেম্বর ২০২১

৫৪৪

অবশেষে প্রথম টেস্ট সেঞ্চুরি পেলেন লিটন

পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট ছাড়াও আগের ছয় টেস্টে পাঁচবার অর্থশতক পার করেছেন লিটন। কিন্তু কখনই কাঙ্খিত সংখ্যা অর্জন করতে পারেননি। আজও যখন ব্যাটিংয়ে নামেন তখন দলের অবস্থা ছিলো নড়বড়ে। সেখান থেকে দলকে উদ্ধার তো করলেনই, সাথে টেস্ট ক্যারিয়ারের প্রথম শতকও পূর্ণ করলেন লিটন কুমার দাস। 

তিন অঙ্ক ছোঁয়ার দিনে লিটনের ব্যাট থেকে এসেছে ১০টি চার ও এক ছক্কা। পুরো ইনিংস জুড়েই ছিল দৃষ্টিনন্দন সব শট। ভুল করেছিলেন একবারই। শাহিন আফ্রিদির বলে ক্যাচ তুলে দেন সাজিদ খানের হাতে। বাকি পুরোটা সময়ই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন পরিস্থিতি। 

অথচ ব্যাটিংয়ে যখন নামেন তখন চতুর্থ উইকেট হারিয়ে ধুঁকছে দল। নিজেও ছিলেন প্রচন্ড চাপে। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ে স্বাভাবিকভাবেই নিজেকে প্রমাণের একটা তাড়া অনুভব করছিলেন এই ডানহাতি। সেটা লিটন করেছেনও দুর্দান্তভাবে এবং প্রথম সুযোগেই। 

শতরান অবশ্য এসেছে সবার মনে ভয় ধরিয়ে। কারণ খুব কাছেই বল পাঠিয়ে সিঙ্গেল আদায় করেন লিটন। বলটি সোজা স্ট্যাম্প ভাঙলে ৯৯ রানেই মাঠ ছাড়তে হতো লিটনকে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank