সহযোগিতা পেলে আবিষ্কৃত ভ্যাকসিন ব্যাপকহারে উৎপাদনে সক্ষম বাংলাদেশ
সহযোগিতা পেলে আবিষ্কৃত ভ্যাকসিন ব্যাপকহারে উৎপাদনে সক্ষম বাংলাদেশ
বাংলাদেশের ওষুধ আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়ায় বিশ্ব বাজারে তার সুখ্যাতি রয়েছে। প্রযুক্তিগত ও প্যাটেন্ট সুবিধা পেলে বাংলাদেশের ওষুধ শিল্প আবিষ্কৃত কোভিড ভ্যাকসিন ব্যাপকহারে উৎপাদন করতে পারবে। বলেছেন জেনেভাস্থ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী বোর্ডের এক বিশেষ সভায় এ কথা বলেন তিনি।
চলমান মহামারি বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাগুলোকে উন্মোচিত করেছে উল্লেখ করে তিনি নিম্ন ও মধ্যম আয়ের দেশসমূহের চাহিদা মেটাতে আন্তর্জাতিক অংশীদারিত্ব শক্তিশালীকরণের উপর জোর দেন মোস্তাফিজুর রহমান। পাশাপাশি সভায় কোভিড-১৯ ভ্যাকসিনের সার্বজনীন, সময়োপযোগী, সুষ্ঠু ও ন্যায়সঙ্গত বণ্টন এবং সুষম অধিগম্যতা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে আহবান জানান তিনি।
সভার দ্বিতীয় দিনে মহামারির প্রস্তুতি ও মোকাবেলা বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নবগঠিত প্যানেলের কার্যক্রমের ওপর আলোচনায় অংশ নিয়ে স্থায়ী প্রতিনিধি ভবিষ্যতে এ ধরনের মহামারি প্রতিহতকরণে আগাম সতর্কতামূলক উপায় বের করার পাশাপাশি কার্যকর সমাধান খোঁজার উপর গুরুত্বারোপ করেন। নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক এবং লাইবেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি এলেন জনসন স্যারলিফ এই প্যানেলের সহ-সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে বা কমে গেলে কী হয়?
- বিএসএমএমইউ`র ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু
- আইসিডিডিআর,বি-র প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক ড. তাহমিদ
- ১০ লক্ষণে বুঝুন আপনার করোনা হয়ে সেরে গেছে
- এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী
- সাইমুম তাকিয়ে আছে আমাদের দিকে
- কৈশোর মানব জীবনের এক অনন্য বৈশিষ্ট্য, সঠিক নির্দেশনা জরুরি
- চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে অধ্যাপক স্বপ্নীল
- সখিপুরে চালু হলো ক্যাম্পস এর স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা
- রাবেয়া খেলছে, রোকেয়া পারছে নিজে খেতে, জানাচ্ছে সিএমএইচ