জেকেজি’র নমুণা প্রতারনা মামলায় সাক্ষ্য দিলেন কেয়াটেকার
জেকেজি’র নমুণা প্রতারনা মামলায় সাক্ষ্য দিলেন কেয়াটেকার
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নামে প্রতারণার আসামি ডা. সাবরিনা ও তার স্বামী আরিফুলসহ মোট নয়জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এই মামলায় সাক্ষ্য দিয়েছেন কেয়ারটেকার ইয়াছিন। করোনাভাইরাস শনাক্ত পরীক্ষায় জাল সনদ দেওয়ার অভিযোগের মামলায় জেকেজি হাসপাতালের দুই শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা ও আরিফুল চৌধুরী আটক রয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে মামলার সাক্ষী ইয়াছিন জবানবন্দি দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।
মামলার অন্য ছয় আসামি হলেন-
- সাঈদ চৌধুরী
- হুমায়ুন কবির
- তানজীনা পাটোয়ারী (হুমায়ুনের স্ত্রী)
- নির্বাহী অফিসার শফিকুল ইসলাম,
- জেবুন্নেছা রিমা
- বিপ্লব দাস ও
- মামুনুর রশীদ।
(শেষ তিনজন প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেস অনুযায়ী স্বত্বাধিকারী )
বর্তমানে এরা সকলেই কারাগারে রয়েছেন।
আদালত সূত্র জানায়, এদিন জেরা শেষ হয়নি। আগামী ১১ অক্টোবর জেরা ও সাক্ষ্য গ্রহণ করা হবে। মামলাটিতে এ নিয়ে ৫ জনের সাক্ষ্য নেওয়া হলো।
মামলার চার্জশিটে জেকেজি হেলথ কেয়ারের কম্পিউটার থেকে ১ হাজার ৯৮৫টি ভুয়া রিপোর্ট ও ৩৪টি ভুয়া সার্টিফিকেট জব্দের কথা বলা হয়েছে।
এই অপরাধে গত ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ পাঁচজনকে গ্রেফতার করে তেজগাঁও পুলিশ। পরে তেজগাঁও থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সে মামলার ই সাক্ষ্য নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে বা কমে গেলে কী হয়?
- বিএসএমএমইউ`র ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু
- আইসিডিডিআর,বি-র প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক ড. তাহমিদ
- ১০ লক্ষণে বুঝুন আপনার করোনা হয়ে সেরে গেছে
- এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী
- সাইমুম তাকিয়ে আছে আমাদের দিকে
- কৈশোর মানব জীবনের এক অনন্য বৈশিষ্ট্য, সঠিক নির্দেশনা জরুরি
- চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে অধ্যাপক স্বপ্নীল
- সখিপুরে চালু হলো ক্যাম্পস এর স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা
- রাবেয়া খেলছে, রোকেয়া পারছে নিজে খেতে, জানাচ্ছে সিএমএইচ