সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গ্রামে যাবে পাইপবাহিত পানি, বিশ্বব্যাংক দিচ্ছে ২০ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

১৮:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০২০

১১৩০

গ্রামে যাবে পাইপবাহিত পানি, বিশ্বব্যাংক দিচ্ছে ২০ কোটি ডলার

গ্রামাঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশনে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশ রুর‌্যাল ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় ৬০০,০০০ গ্রামীণ জনগোষ্ঠীকে এই সেবার আওতায় আনা হবে। তাদের জন্য পাইপলাইনে টেনে নিয়ে যাওয়া নিরাপদ পরিষ্কার পানি নিশ্চিত করা হবে।

বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় ৩৬ লাখ গ্রামীণ জনগোষ্ঠীকে স্যানিটেশনের আওতায় আনা হবে।

গ্রামে বাড়িতে বাড়িতে এবং জনগনের সাধারণ ব্যবহারযোগ্য স্থানগুলোতে ওয়াশ (ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন) সুবিধা পৌঁছে দেওয়া ছাড়াও সাধারণ মানুষের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে এই উদ্যোগ কাজ করবে। কোভিড-১৯ সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সচেতনতা তৈরিও এই প্রকল্পের লক্ষ্য। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত