সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিড়ির পক্ষে ১০ এমপি’র চিঠিতে জনস্বাস্থ্য ঝুঁকির উদ্বেগ

১৯:৪৫, ২২ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৯:৪৯, ২২ সেপ্টেম্বর ২০২০

৯১০

বিড়ির পক্ষে ১০ এমপি’র চিঠিতে জনস্বাস্থ্য ঝুঁকির উদ্বেগ

বিড়ির শুল্ক কমানোর জন্য অর্থমন্ত্রীর কাছে সম্প্রতি চিঠি দিয়েছেন ১০ জন সংসদ সদস্য। এতে উদ্বেগ জানিয়েছেন তামাক বিরোধীরা। তারা বলছেন, এতে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। তারা একে সাংসদদের স্ববিরোধীতা বলেন মনে করছেন।  

প্রগতির জন্য জ্ঞান-প্রজ্ঞা’র থেকে পাঠানো বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে। 

এতে বলা হয়, বিড়ির শুল্ক কমানোর জন্য সম্প্রতি অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন ১০ জন সংসদ সদস্য। অথচ তাদের সম্মতিক্রমেই জাতীয় সংসদে পাস হয়েছে চলতি (২০২০-২১) অর্থবছরের বাজেট।  যে বাজেটে বিড়ির উপর কোন শুল্ক বাড়ানো হয়নি।  বিগত চার বছরের মতো এই বাজেটেও অপরিবর্তীত রাখা হয়েছে বিড়ির সম্পূরক শুল্ক।  এ অবস্থায় বিড়ি কোম্পানির প্ররোচণায় সংসদ সদস্যদের এই তৎপরতা নজিরবিহীন এবং প্রধানমন্ত্রীর ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক।

দেশীয় শিল্পের নামে বিড়ি কোম্পানিগুলো বছরের পর বছর নানা সুবিধা পেয়ে আসছে এমনটা জানিয়ে প্রজ্ঞা বলে,  অর্থমন্ত্রীর কাছে লেখা চিঠিতে করোনায় লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকের বেকার হওয়ার যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র ২০১৯ সালে প্রকাশিত ‘দি রেভিনিউ অ্যান্ড এমপ্লয়মেন্ট আউটকাম অব বিড়ি ট্যাক্সেশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে বিড়ি শিল্পে  কর্মরত নিয়মিত, অনিয়মিত এবং চুক্তিভিক্তিক মিলিয়ে পূর্ণসময় কাজ করার সমতুল্য শ্রমিক সংখ্যা মাত্র ৪৬ হাজার ৯১৬ জন।

সরকারিভাবে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হলে  ৭৮.৪ শতাংশ বিড়ি শ্রমিক এই ক্ষতিকর পেশা ছেড়ে দিতে চায় বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্যও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। ডব্লিউএইচও বলছে তামাক ব্যবহার করোনা মহামারীকে ত্বরান্বিত করে অথচ করোনার অজুহাত দিয়েই সাংসদরা বিড়ির শুল্ক কমানোর অনুরোধ জানিয়েছেন।  

বিড়ি মালিকদের ফাঁদে পা না দিয়ে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার প্রধানমন্ত্রী করেছেন তার পূর্ণ বাস্তবায়নে সাহায্য করার জন্য আইন প্রণেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে প্রজ্ঞা। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত