সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্যবসায়িক উদ্দেশ্যে কিটের অনুমতি দেয়নি সরকার: ডা. জাফরুল্লাহ

১৭:২১, ২২ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৭:২২, ২২ সেপ্টেম্বর ২০২০

৯৯৮

ব্যবসায়িক উদ্দেশ্যে কিটের অনুমতি দেয়নি সরকার: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার ব্যবসায়ীদের সরকার। তাই আমাদের অ্যান্টি-বডি এবং অ্যান্টি-জেন কিট প্রস্তুত থাকার পরও সরকার তা অনুমোদন না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে। এটি ব্যবসায়ীক উদ্দেশ্যে। 

মঙ্গলবার ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের নগর হাসপাতালের সামনে করোনার ফ্রন্টলাইন যোদ্ধাদের সম্মান জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র। সেখানে এই মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ।

অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র কিটের অনুমতি চেয়ে আর আবেদন করবে না  তবে  সরকার যদি নিজে অনুমোদন দেয় তবে তারা কিট সরবরাহ করবে।

তিনি বলেন সরকার এখনো ভুলনীতিতে চলছে তারা সময় মত করোনার ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়নি। আর 
কীট উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ কোটি টাকা ব্যয় করেছে কিন্তু সরকার অনুমোদন দেয়নি জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, শুধুই ব্যবসায়ীদের বিদেশ থেকে কীট আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ব্যবসায়ীক সরকার বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরাসহ কয়েক শত মানুষ একযোগে ১ মিনিট করতালির মাধ্যমে করোনাযর সম্মুখ যোদ্ধাদের শ্রদ্ধা জানায়।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত