বুধবার   ০১ জানুয়ারি ২০২৫ || ১৮ পৌষ ১৪৩১ || ২৮ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ট্রেইনি চিকিৎসকদের ভাতা নির্ধারণ, কার্যকর জুলাই থেকে

অপরাজেয় বাংলা ডেস্ক

১৭:৫১, ২৯ ডিসেম্বর ২০২৪

১৩০

ট্রেইনি চিকিৎসকদের ভাতা নির্ধারণ, কার্যকর জুলাই থেকে

আগামী জুলাই মাস (২০২৫ সালের) থেকে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তারা ২৪ ডিসেম্বরে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৩০ হাজার টাকা করে ভাতা পাবেন। আগামীকাল সোমবার এবিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে আন্দোলনকারী ট্রেইনি চিকিৎসকদের পক্ষে ছিলেন, পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী ও ডা. ইমরান শিকদার।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ডা. হুমায়ুন কবীর হিমু, ড্যাবের কোষাধ্যক্ষ ডা. শাকিল, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব উপস্থিত ছিলেন।

এই বৈঠকে থাকা এক চিকিৎসক জানান, আন্দোলনকারীদের পক্ষে বৈঠকে অংশ নেওয়া ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্তে দ্বিমত প্রকাশ করেননি। তারা মেনে নিয়েছেন। তবে এ বিষয়ে আন্দোলনকারীদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেলে সাড়ে ৫টায়ও শাহবাগে সড়কে অবস্থান করছিলেন চিকিৎসকরা।


ভাতা ৫০ হাজার টাকা করার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ করতে রবিবার বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগে অবস্থান নেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। এরপর দুপুরে তাদের একটি দল বিশেষ সহকারীর বাসায় যান আলোচনার জন্য। বিকেলে ৪টার দিকে বৈঠক শেষ হয়। দীর্ঘ আলোচনায় ৩৫ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, ভাতা বৃদ্ধির দাবিতে ২০২২ সাল থেকেই আন্দোলন করছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তাদের দাবির মুখে ২০২৩ সালের ২৫ জুলাই পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। সর্বশেষ ভাতার বৃদ্ধির দাবিতে গত ২২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ অবরোধ করেন তারা। এরপর আরও ৫ হাজার টাকা ভাতা বাড়িয়ে ৩০ হাজার নির্ধারণ করে গত ২৪ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তারা ভাতা ৫০ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানান।

প্রজ্ঞাপন জারির পরপরই প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। বিবৃতিতে ৫ হাজার টাকা ভাতা বাড়ানো সরকারি সিদ্ধান্তকে হঠকারি উল্লেখ করে নিন্দা জানানো হয়। ন্যুনতম ৫০ হাজার টাকা ভাতার দাবিতে আরও কঠোর আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। বিকেল পাঁচটার দিকে চিকিৎসকরা বিএসএমএমইউয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যান। সেখানে প্রজ্ঞাপন পুড়িয়ে প্রতিবাদ জানান।

পরে সংবাদ সম্মেলন করে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত সময় বেঁধে শাহবাগে অবস্থান ও মহাসমাবেশের কর্মসূচি দেওয়া হয়। একই সঙ্গে কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানানো হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত