সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফেব্রুয়ারিতে ৩ কোটি, জুন নাগাদ মিলবে সাড়ে ৫ কোটি টিকা

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৩০, ২৭ ডিসেম্বর ২০২০

আপডেট: ১৭:৪২, ২৭ ডিসেম্বর ২০২০

৬০৪

ফেব্রুয়ারিতে ৩ কোটি, জুন নাগাদ মিলবে সাড়ে ৫ কোটি টিকা

জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারি মাসে করোনাভাইরাসের তিন কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। আর জুন নাগাদ সেই সংখ্যাটি হবে সাড়ে পাঁচ কোটি। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী এসময় জানান, ১৮ বছরের কম বয়সীরা ভ্যাকসিনের আওতামুক্ত থাকবে।

রবিবার (২৭ ডিসেম্বর) মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ভ্যাকসিন ল্যাব পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন-
দেশের জনসংখ্যার ২০ শতাংশ মানুষ করোনার ভ্যাকসিন পাবে যা প্রায় সাড়ে পাঁচ কোটি। জনসংখ্যার যারা ১৮ বছরের নিচে তারা ভ্যাকসিন গ্রহণ করবে না। এর সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। ১৮ বছরের নিচের বয়সীদের পৃথিবীর কোথাও তাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না এবং তাদের ট্রায়ালও হয়নি।

তিনি বলেন, করোনার ভ্যাকসিনের পারচেজ অর্ডার পাঠানো হচ্ছে। যখনই অক্সফোর্ডের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাবে, তখনই বাংলাদেশ পাবে। জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারিতে তিন কোটি ডোজ পাওয়া যাবে।

জাহিদ মালেক বলেন, অক্সফোর্ড ও কোভেক্সের যে টিকা পাওয়া যাবে তা দিতে ১ বছর সময় লাগবে। কোভিড নিয়ন্ত্রণ ও চিকিৎসায় বাংলাদেশ যে ভালোভাবে কাজ করছে এর স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্লুমবার্গ। এক্ষেত্রে বাংলাদেশ আমেরিকা ও ভারতকেও পেছনে ফেলে দিয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত