রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কার্ডিয়াক অ্যারেস্টের চিকিৎসায় যুগান্তকারী পদ্ধতি, কমবে মৃত্যুহার

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৪

৪১১

কার্ডিয়াক অ্যারেস্টের চিকিৎসায় যুগান্তকারী পদ্ধতি, কমবে মৃত্যুহার

বিশ্বে মোট মৃত্যুর ৩৩ শতাংশই হয় কার্ডিয়াক অ্যারেস্টে। আর হার্টঅ্যাটাকে আক্রান্ত ৮০ শতাংশেরই কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সম্প্রতি কার্ডিয়াক অ্যারেস্টের চিকিৎসায় এক যুগান্তকারী পদ্ধতি এনেছেন বিজ্ঞানীরা। এতে এই ঝুঁকিতে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কমবে অনেকটাই। 

দ্য কনভারসেশনে প্রকাশিত এক নিবন্ধে এ দাবি করেছেন বিজ্ঞানীরা। 

কার্ডিয়াক অ্যারেস্ট হলো এমন একটি পরিস্থিতি যখন হৃৎপিণ্ড হঠাৎ করে শরীরে রক্ত সরবরাহ করা বন্ধ করে দেয়। হৃৎপিণ্ড রক্ত পাম্প করা বন্ধ করে দিলে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছতে পারে না। এর ফলে রোগীর শ্বাসকষ্ট হয় এবং শেষপর্যন্ত রোগী অজ্ঞান হয়ে যান। 

কার্ডিয়াক অ্যারেস্টের চিকিৎসায় নতুন এ পদ্ধতির নাম ‘ডাবল সিকুয়েনশিয়াল এক্সটার্নাল ডিফাইব্রিলেশন বা ডিএসইডি। এই পদ্ধতি মূলত কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত রোগীর প্রাথমিক জরুরি প্রতিক্রিয়া কৌশল পরিবর্তন করবে। এতে রোগীর বেঁচে থাকার হার বাড়বে। 

কার্ডিয়াক অ্যারেস্ট হলে ব্যক্তির বেঁচে থাকা মূলত নির্ভর করে কত দ্রুত ব্যক্তিকে সেই অবস্থা থেকে বের আনা যায় তার ওপর। সাধারণত যখন হৃৎপিণ্ড স্বাভাবিকভাবে কাজ করে তখন শরীরের বৈদ্যুতিক তরঙ্গ হৃৎপেশির মধ্য দিয়ে নিয়মিত পরিচালিত হয় এবং হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণকে নিয়মিত রাখে। কিন্তু স্বাভাবিক বৈদ্যুতিক ছন্দ ব্যাহত হলে হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে যায় এবং এ ফলে হৃৎপিণ্ড অকার্যকর হয়ে যেতে পারে বা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে; যা কার্ডিয়াক অ্যারেস্টের মতো পরিস্থিতি তৈরি করে। 

এ অবস্থায় ডিফাইব্রিলেশন হলো এমন এক পদ্ধতি যার সাহায্যে প্রায় থেমে যাওয়া হৃৎপিণ্ডে বিদ্যুৎ চলাচল বা পেশিকে সচল করা হয়। এ পদ্ধতি অস্বাভাবিকভাবে বৈদ্যুতিক কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়া হৃৎপিণ্ডে একটি শক্তিশালী বৈদ্যুতিক শক দেয়। এর ফলে প্রায় বন্ধ হয়ে যাওয়া হৃৎপিণ্ড আবারো সচল হয়। 

তবে এ পদ্ধতির কাজ করার মূল শর্ত হলো, অকার্যকর হৃৎপিণ্ডের গতি কেমন এবং ঠিক কোন জায়গায় ডিফাইব্রিলেশন প্যাড বসিয়ে শক দেওয়া হচ্ছে তার ওপর। তবে এক্ষেত্রেও বিজ্ঞানীরা একটি দারুণ সুযোগ দেখছেন। তারা দেখেছেন, প্রথমবার প্যাডটি ভুল অবস্থানে বসানো হলেও পরে আরো একবার সুযোগ পাওয়া যায় শক দেওয়ার। 
 
এ চিকিৎসার জন্য চিকিৎসকরা বলছেন, দুটি ডিফাইব্রিলেশন প্যাড বসানো হয়। একটি প্যাড বসানো হয় কলার বোন বা কণ্ঠার হাড়ের ঠিক নিচের বুকে এবং অপর একটি প্যাড বসানো হয় বাম বগলের নিচে। এরপর প্রতি দুই মিনিট পরপর শক দেওয়া হয়। 

বিজ্ঞানীরা বলছেন, কার্ডিয়াক অ্যারেস্ট শনাক্ত হওয়ার পরপরই ডিফিব্রিলেশন পদ্ধতিতে চিকিৎসা দেওয়ার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে রোগীর বেঁচে থাকার সম্ভাবনাকে নাটকীয়ভাবে উন্নত করে। তবে প্রায় ২০ শতাংশ ক্ষেত্রে রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হয় ‘ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন’ বা ‘পালসলেস ভেন্ট্রিকুলার টাকাইকার্ডিয়ার কারণে। এসব কারণে কার্ডিয়াক অ্যারেস্টের ফলে ডিফিব্রিলেশন পদ্ধতি খুব একটা কাজে আসে না। 

এদিকে নিউজিল্যান্ডে এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়ার হার বেশ বেড়ে গেছে। ২০২০ সাল থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ১ হাজার ৩৯০ জন ব্যক্তিকে এ ধরনের চিকিৎসার মাধ্যমে কার্ডিয়াক অ্যারেস্টের পর বাঁচিয়ে আনা সম্ভব হয়েছে। অথচ আগের পদ্ধতিতে চিকিৎসা করা হলে এসব রোগীর মধ্যে মাত্র ১৪ শতাংশ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত