বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বিজয় দিবসে বিনামূল্যে হার্ট অপারেশন

১৮:২০, ২০ ডিসেম্বর ২০২৩

৩৩৯

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বিজয় দিবসে বিনামূল্যে হার্ট অপারেশন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) সম্পূর্ণ বিনামূল্যে মুক্তা খাতুন নামে এক নারীর হার্টের ছিদ্রের অপারেশন হয়েছে।

গত শনিবার (১৬ ডিসেম্বর) সকালে এনআইসিভিডি কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কাজী আবুল আজাদের নেতৃত্বে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন। সার্বিক সহযোগিতায় ছিলেন এনআইসিভিডি পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

অস্ত্রোপচারে অংশ নেওয়া অন্য চিকিৎসকরা হলেন, হৃদরোগ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, ডা. সাজেদুল বারী, ডা. মনোজ কুমার সরকার, সহকারী রেজিস্ট্রার ডা. সাজ্জাদ হোসেন, ডা. আশিকুল ইসলাম প্রমুখ।

মুক্তা খাতুনের বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলায়। অপারেশনের পর মুক্তা খাতুন সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার স্বামী রাব্বুল ইসলাম। তিনি জানান, অপারেশনের পর তার স্ত্রীর অবস্থা বর্তমানে অনেকটাই ভালো। তিনি হাত-পা নাড়ানোর পাশাপাশি কথা বলতে পারছেন।

এনআইসিভিডি হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কাজী আবুল আজাদ জানান, মুক্তা খাতুন বর্তমানে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। খুব দ্রুতই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেই আশা প্রকাশ করেন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত