রোববার   ২৪ নভেম্বর ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গু রোগী বেড়েছে ১০ গুণ, প্রয়োজনে স্যালাইন আমদানি: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৫০, ১২ আগস্ট ২০২৩

২৪২

ডেঙ্গু রোগী বেড়েছে ১০ গুণ, প্রয়োজনে স্যালাইন আমদানি: স্বাস্থ্যমন্ত্রী

সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ গুণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, ডেঙ্গু রোগীর চিকিৎসায় প্রয়োজনে স্যালাইন বিদেশ থেকে আমদানি করা হবে।

শনিবার (১২ আগস্ট) সকা‌লে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ব্যাগ স্যালাইন প্রয়োজন হচ্ছে, মাস শেষে তা দাঁড়াচ্ছে প্রায় ১২ লাখ ব্যাগ। যারা বাংলাদেশে স্যালাইন তৈরি করে তাদের বলেছি, তারা যেন ফুল প্রোডাকশন করে। সবগুলো ওষুধ কোম্পানি মিলেও এত স্যালাইন উৎপাদন করতে পারছে না।'

'সে জন্য গত ২ দিন আগে মিটিং করেছি, সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করতে পারবে,' বলেন তিনি।

জাহিদ মালেক আরও বলেন, 'সরকারি হাসপাতালগুলোতে কিট সংকট নেই। সাপ্লাইয়ে ঘাটতি হলে প্রয়োজনে বাইরে থেকে সরবরাহ করতে বলা আছে।'

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত