বিশ্বে প্রতি ৭ সেকেন্ডে একজন প্রসুতি মা কিংবা নবজাতকের মৃত্যু হয়
বিশ্বে প্রতি ৭ সেকেন্ডে একজন প্রসুতি মা কিংবা নবজাতকের মৃত্যু হয়
স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ব এগিয়েছে তাতে সন্দেহ মাত্র নেই। কিন্তু সেই অগ্রসরতা কতটুকু? সে প্রশ্ন উঠবেই। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ রিপোর্টটি মঙ্গলবার (৯ মে) সকালে প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে, প্রসুতি নারী, তাদের গর্ভের সন্তান, নবজাতক কিংবা সদ্য মা হয়েছেন এমন নারীদের মৃত্যুর হার এখনো অসহনীয় মাত্রায় রয়েছে।
রিপোর্টে বলা হয়েছে বিশ্বে এখন প্রতি ৭ সেকেন্ড হয় একটি নবজাতক শিশু কিংবা প্রসুতি মায়ের মৃত্যু হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মাতৃ ও শিশুস্বাস্থ্যের খাতে অর্থবরাদ্দ না বাড়ার কারণে গত আট বছর ধরে বিশ্বে এই পরিস্থিতির কোনো উন্নতি সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি বৈশ্বিক সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করা হয়। আর তাতে বলা হয়, বিশ্বে ২০১৫ সাল থেকে পরিস্থিতির সামান্যই উন্নতি দেখা গেছে।
এই সময় বছরে ২ লাখ ৯০ হাজার মাতৃমৃত্যু আর ১৯ লাখ শিশুর মায়ের গর্ভে মৃত্যু ঘটে। এছাড়া ২৩ লাখ শিশু মারা যায় জন্মের ১ মাসের মধ্যেই।
সবমিলিয়ে ৪৫ লাখ প্রসুতি মা ও শিশুর মৃত্যু হয় প্রতি বছর। যে হিসাবে প্রতি ৭ সেকেন্ডে একজনের মৃত্যু ঘটে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, স্রেফ সঠিক চিকিৎসা ও সেবা নিশ্চিত করতে পারলেই এসব মৃত্যু রোধ করা সম্ভব।
আরও পড়ুন
জনপ্রিয়
- পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে বা কমে গেলে কী হয়?
- বিএসএমএমইউ`র ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু
- আইসিডিডিআর,বি-র প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক ড. তাহমিদ
- ১০ লক্ষণে বুঝুন আপনার করোনা হয়ে সেরে গেছে
- এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী
- সাইমুম তাকিয়ে আছে আমাদের দিকে
- কৈশোর মানব জীবনের এক অনন্য বৈশিষ্ট্য, সঠিক নির্দেশনা জরুরি
- চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে অধ্যাপক স্বপ্নীল
- সখিপুরে চালু হলো ক্যাম্পস এর স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা
- রাবেয়া খেলছে, রোকেয়া পারছে নিজে খেতে, জানাচ্ছে সিএমএইচ