সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৬, নতুন শনাক্ত ৩৪৪৯

১৫:০০, ৮ জুলাই ২০২০

আপডেট: ১৯:০১, ৮ জুলাই ২০২০

১৫৪৮

করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৬, নতুন শনাক্ত ৩৪৪৯

দেশে প্রতি ২৪ ঘণ্টার সবশেষ সাইকেলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৯ জনের শরীরে। বুধবার ( ৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৯৭ জন। আর আক্রান্ত মানুষের সংখ্যা এক লাখ ৭২ হাজার ১৩২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা প্রতিদিনের মতো বুধবারও অনলাইন ব্রিফিংয়ে তথ্যগুলো তুলে ধরেন। লকডাউন, সামাজিক দূরত্ব ও কিছু স্বাস্থ্যবিধির কারণে সরাসরি সাংবাদিক সম্মেলন না করে নিয়মিত অনলাইনে ব্রিফিং করছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্রিফিংয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, সবশেষ ২৪ ঘণ্টায় দেশের মোট ১৫ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৫২ জনের। ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৩৬ জন কোভিড-১৯ এ আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন বলেও তথ্য দেন নাসিমা সুলতানা। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭০ হাজার ৮৩৮ জন। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত