শিলিগুড়িতে দক্ষিন এশিয়ার বিশেষজ্ঞদের মতবিনিময়
শিলিগুড়িতে দক্ষিন এশিয়ার বিশেষজ্ঞদের মতবিনিময়
গতকাল (শুক্রবার) সন্ধ্যায় শিলিগুড়িতে ক্লাব ভিস্তা মনটানায় দক্ষিন এশিয়ার ইন্টারনাল মেডিসিন ও অন্যান্য স্পেশিয়ালটির বিশেষজ্ঞদের একটি সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলংকার শীর্ষ বিশেষজ্ঞরা যোগ দেন।
এসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়ার শিলিগুড়ি শাখার প্রথম কনফারেন্সের (স্যাপিকনের) সাইডলাইনে মিটিংটি অনুস্ঠিত হয়। এসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়ার বর্তমান সভাপতি অধ্যাপক শ্যাম সুন্দর, সাবেক সভাপতি অধ্যাপক অমল কুমার ব্যানার্জি, গভর্নিং বডির সদস্য অধ্যাপক শেখর চক্রবর্তী ও অধ্যাপক নন্দিনী চ্যাটার্জি, ইন্ডিয়ান কলেজ অব ফিজিশিয়ানসের ডিন অধ্যাপক অলকা দেশপান্ডে, ডিন ইলেক্ট অধ্যাপক জ্যোতির্ময় পাল, ভাইস ডিন অধ্যাপক জয়ন্ত পান্ডাসহ সিনিয়ার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়ার আমন্ত্রণে বৈঠকটিতে যোগ দেন।
বৈঠকে দক্ষিন এশিয়ার বিশেষজ্ঞদের মধ্যে ঘনিষ্ট যোগাযোগ গড়ে তোলার উপর জোড় দেয়া হয়। পাশাপাশি সভায় বিভিন্ন বিষয়ে নিয়মিত ভার্চুয়াল মাস্টার ক্লাস আয়োজন, যৌথ গবেষনা, তরুন চিকিৎসকদের জন্য উচ্চতর প্রশিক্ষনের ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সহযোগিতার জন্য দক্ষিন এশিয়ার শীর্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠনেরও সিদ্ধান্ত গৃহিত হয়।
পাশাপাশি অধ্যাপক স্বপ্নীল ন্যাসভ্যাকের উপর লেকচার দেন।উল্লেখ্য ন্যাসভ্যাক বাংলাদেশী লিভার বিশেষজ্ঞদের সহউদ্ভাবিত ওষুধ যা হেপাটাইটিস বি’র বিরুদ্ধে কার্যকর। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইরাল হেপাটাইটিস ফাউন্ডেশন ২০২১-এ ন্যাসভ্যাককে হেপাটাইটিস বি’র সবচেয়ে কার্যকর ইমিউনথেরাপী হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্মেলনে উপস্থিত বিশেষজ্ঞরা বাংলাদেশের এই কৃতিত্বপুর্ন অর্জনের জন্য অধ্যাপক স্বপ্নীলের বক্তব্যের শেষে দাড়িয়ে অভিভাদন জানান।
আরও পড়ুন
জনপ্রিয়
- পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে বা কমে গেলে কী হয়?
- বিএসএমএমইউ`র ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু
- আইসিডিডিআর,বি-র প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক ড. তাহমিদ
- ১০ লক্ষণে বুঝুন আপনার করোনা হয়ে সেরে গেছে
- এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী
- সাইমুম তাকিয়ে আছে আমাদের দিকে
- কৈশোর মানব জীবনের এক অনন্য বৈশিষ্ট্য, সঠিক নির্দেশনা জরুরি
- চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে অধ্যাপক স্বপ্নীল
- সখিপুরে চালু হলো ক্যাম্পস এর স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা
- রাবেয়া খেলছে, রোকেয়া পারছে নিজে খেতে, জানাচ্ছে সিএমএইচ