সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, একদিনে শনাক্ত ২৭

স্টাফ করেসপন্ডেন্ট 

১৮:২১, ২১ জুন ২০২২

৫৬২

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, একদিনে শনাক্ত ২৭

ফাইল ছবি
ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই রোগী। আর গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ডেঙ্গুতে শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৭ জন। তবে রাজধানীর বাইরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ ডেঙ্গুতে শনাক্ত বা কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।

মঙ্গলবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি ও অপারেশন সেন্টার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বলছে, সোমবার (২০ জুন) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মোট রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। এই সময় একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। যা এ বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, চলতি বছরে এ পর্যন্ত (১ জানুয়ারি থেকে ২১ জুন) মোট ডেঙ্গু রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৯৭ জন। আর বাকি ১১০ রোগী ভর্তি আছেন।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসাধীন বাকি চারজন।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত