সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশে অসংক্রামক রোগে আক্রান্ত-মৃত্যু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:২৩, ৬ জুন ২০২২

৩৬২

দেশে অসংক্রামক রোগে আক্রান্ত-মৃত্যু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ৬৭ শতাংশ মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। গত কয়েক বছর এই রোগে আক্রান্তের হার বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৬ জুন) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘দেশে ৬৭ শতাংশ মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। গত কয়েক বছর ধরে এ ধরনের রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। এর কারণ— আমাদের জীবনাচরণ পরিবর্তন, খাদ্যাভ্যাস, ধূমপান, প্রক্রিয়াজাত খাবারের প্রসার, বায়ু এবং ধুলা দূষণ, মানসিক চাপ।’

তিনি বলেন, ‘পরিবেশ দূষণমুক্ত নিরাপদ করার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অনুমোদন দেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য হাসপাতাল ডিজিটালাইজেশনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘অসংক্রামক রোগের চিকিৎসায় আট বিভাগে আটটি হাসপাতাল স্থাপন করা হচ্ছে। প্রতি জেলায় ১০ বেডের ডায়ালাইসিস সেন্টার ও আইসিসির ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে। বিশেষায়িত হাসপাতালে যখন কার্যক্রম শুরু হবে তখন আরও বিশেষায়িত চিকিৎসক প্রয়োজন হবে। আমি আশা করি, বিসিপিএস থেকে প্রশিক্ষিত ডাক্তাররাই ওখানে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবে।’

করোনা নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনা বাংলাদেশে এখন শূন্যের কোটায় রয়েছে, সংক্রমণ খুবই সামান্য। দেশের অর্থনীতির চাকা সচল রাখা এবং জীবনযাত্রার মান ধরে রাখতে যেসব কৌশল নেয়া হয়েছে তা সবই সফলভাবে সম্পন্ন হয়েছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত