সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিদেশ ফেরতদের জন্য ‘কোভিড-১৯ নেগেটিভ সনদ’ বাধ্যতামূলক

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:০৩, ১৫ নভেম্বর ২০২০

৬৩৬

বিদেশ ফেরতদের জন্য ‘কোভিড-১৯ নেগেটিভ সনদ’ বাধ্যতামূলক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

দেশে করোনাসংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার তৎপর। এ লক্ষ্যে বিদেশ ফেরত যাত্রীদের জন্য কোভিড-১৯ নেগেটিভ সনদ সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সনদ না থাকলে সেই বিদেশফেরত যাত্রীকে ১৪দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। 

রবিবার (১৫ নভেম্বর) কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিভিন্ন দেশে সংক্রমণ আবার বাড়ছে, এর মধ্যেই বিদেশ থেকে মানুষ আসছে, অনেকে বাইরে যাচ্ছে। ভাইরাসের বিস্তার রোধেই করোনাভাইরাস পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অনুমোদন ছাড়া কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক করোনার কাজ করতে পারবে না। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিভিল সার্জনসহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মাঝে কয়েকমাস আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও এখন আবার কয়েকটি দেশ থেকে যাত্রী পরিবহন হচ্ছে। সে কারণে আবারও সব বন্দরে কঠোর নজরদারি শুরুর নির্দেশনা এসেছে সরকারের পক্ষ থেকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত