সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডায়াবেটিস নিয়ন্ত্রণে দরকার ব্যাপক জনসচেতনা: মোস্তফা জব্বার

১৬:০৬, ১৫ নভেম্বর ২০২০

৫৩০

ডায়াবেটিস নিয়ন্ত্রণে দরকার ব্যাপক জনসচেতনা: মোস্তফা জব্বার

ডায়াবেটিস নীরব ঘাতকের মতই প্রতিমূহুর্তে কিডনি, হার্ট ও চোখ নষ্ট করছে। নতুন নতুন রোগের জন্ম দিচ্ছে। ডায়াবেটিস সারানো যাবে না পুরোপুরি তবে সচেতনতার মাধ্যমে জীবনধারা সঠিকভাবে পরিচালিত করতে পারলে ডায়বেটিস নিয়ে দুঃশ্চিন্তারও কোন কারণ নেই। 
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস স্টোর আয়োজিত এক ওয়েবিনারে টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার এসব কথা বলেছেন। 

তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতি হলো নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, প্রতিদিন অন্তত ৪০ মিনিট হাঁটা এবং টেনশন মুক্ত জীবনযাপন। এসময় ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে জীবন গতিময় করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপরও মন্ত্রী গুরুত্বারোপ করেন মন্ত্রী।

মন্ত্রী বলেন,  একসময় ডায়াবেটিস যে একটা রোগ সেই ধারণাই ছিলনা। ডায়াবেটিসকে মারাত্মক জটিল করে দেখারও দরকার নেই। আবার এটিকে অবহেলাও করা যাবে না। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা অপরিহার্য। সামগ্রীকভাবে অব্যাহত সচেতনতার ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসাধারণ সুফল পাওয়া সম্ভব। 

ডায়াবেটিস স্টোরের প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিন শিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমাল। বক্তারা মানব সেবার অংশ হিসেবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনা সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত