দেশের মানুষ এখন সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী
দেশের মানুষ এখন সুরক্ষিত: স্বাস্থ্যমন্ত্রী
দেশের প্রায় ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘টিকা নেওয়ার কারণে মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। সংক্রমণ নেই বললেই চলে। টিকার কারণে আমাদের দেশের মানুষ এখন সুরক্ষিত আছে।’
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে করোনা এখন নিয়ন্ত্রণ আছে বলেই অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সবসময় সহযোগিতা ও দিকনির্দেশনা ছিল। এ কারণে করোনা নিয়ন্ত্রণে আমরা সফলতা পেয়েছি।
জাহিদ মালেক বলেন, দেশে করোনায় মৃত্যুর হার শূন্যের কোটায়, কিন্তু আমাদেরকে বেখেয়ালি হলে চলবে না। আপনারা জানেন আমাদের আশপাশের দেশেসহ অনেক দেশেই করোনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কাজেই সেই দিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে বা কমে গেলে কী হয়?
- বিএসএমএমইউ`র ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু
- আইসিডিডিআর,বি-র প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক ড. তাহমিদ
- ১০ লক্ষণে বুঝুন আপনার করোনা হয়ে সেরে গেছে
- এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী
- সাইমুম তাকিয়ে আছে আমাদের দিকে
- কৈশোর মানব জীবনের এক অনন্য বৈশিষ্ট্য, সঠিক নির্দেশনা জরুরি
- চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে অধ্যাপক স্বপ্নীল
- সখিপুরে চালু হলো ক্যাম্পস এর স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা
- রাবেয়া খেলছে, রোকেয়া পারছে নিজে খেতে, জানাচ্ছে সিএমএইচ