সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রক্ত পরীক্ষার আগে যেসব বিষয় মেনে চলা জরুরি

স্বাস্থ্য ডেস্ক

১৭:০৮, ৯ এপ্রিল ২০২২

৯৬৭

রক্ত পরীক্ষার আগে যেসব বিষয় মেনে চলা জরুরি

শরীরে তৈরি হওয়া নানা সমস্যা সঠিকভাবে নির্ণয় করতে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা করাতে দেন। রক্ত, মূত্র এবং পরীক্ষা স্বাস্থ্যের অবস্থা প্রকাশ করতে সাহায্য করে। নিয়মিত রক্ত পরীক্ষা সামগ্রিক সুস্থতার উপর নজর রাখার অন্যতম উপায়। রক্ত পরীক্ষা করতে যাওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।

১. পরীক্ষা করতে যাওয়ার আগে চিকিৎসকের কাছ থেকে জেনে নিন কী খাবেন বা কোন খাবারগুলি খাবেন না। কিছু কিছু পরীক্ষার আগে যেমন খালি পেটে থাকার নির্দেশ দেন চিকিৎসকরা।

২. পরীক্ষা করানোর দু’দিন আগে থেকে বাইরের ভাজাপোড়া, তেল-মসলা, চর্বিযুক্ত খাবার এবং অ্যালকোহল একেবারে এড়িয়ে চলুন।

৩. রোগ নির্ণয়ের আগে ধূমপান করা থেকে বিরত থাকুন।

৪. চিকিৎসক পরীক্ষা করানোর কোনও নির্দিষ্ট সময় বেধে না দিলে সকাল ১০টার মধ্যে পরীক্ষা করিয়ে নেওয়া ভাল। কারণ সকালের দিকে শরীরে হরমোন ও এনজাইমের ভারসাম্য ঠিক থাকে।

৫. অন্য কোনও অসুস্থতার জন্য যদি কোনও ওষুধ খান, তাহলে রক্ত পরীক্ষা করাতে যাওয়ার আগে চিকিৎসককে সে বিষয়ে জানান।

৬. ওষুধ ছাড়া অন্য কোনও ভিটামিন সাপ্লিমেন্ট খেলেও তা পরীক্ষা করাতে যাওয়ার আগে চিকিৎসককে জানান।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত