রক্ত পরীক্ষার আগে যেসব বিষয় মেনে চলা জরুরি
রক্ত পরীক্ষার আগে যেসব বিষয় মেনে চলা জরুরি
শরীরে তৈরি হওয়া নানা সমস্যা সঠিকভাবে নির্ণয় করতে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা করাতে দেন। রক্ত, মূত্র এবং পরীক্ষা স্বাস্থ্যের অবস্থা প্রকাশ করতে সাহায্য করে। নিয়মিত রক্ত পরীক্ষা সামগ্রিক সুস্থতার উপর নজর রাখার অন্যতম উপায়। রক্ত পরীক্ষা করতে যাওয়ার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
১. পরীক্ষা করতে যাওয়ার আগে চিকিৎসকের কাছ থেকে জেনে নিন কী খাবেন বা কোন খাবারগুলি খাবেন না। কিছু কিছু পরীক্ষার আগে যেমন খালি পেটে থাকার নির্দেশ দেন চিকিৎসকরা।
২. পরীক্ষা করানোর দু’দিন আগে থেকে বাইরের ভাজাপোড়া, তেল-মসলা, চর্বিযুক্ত খাবার এবং অ্যালকোহল একেবারে এড়িয়ে চলুন।
৩. রোগ নির্ণয়ের আগে ধূমপান করা থেকে বিরত থাকুন।
৪. চিকিৎসক পরীক্ষা করানোর কোনও নির্দিষ্ট সময় বেধে না দিলে সকাল ১০টার মধ্যে পরীক্ষা করিয়ে নেওয়া ভাল। কারণ সকালের দিকে শরীরে হরমোন ও এনজাইমের ভারসাম্য ঠিক থাকে।
৫. অন্য কোনও অসুস্থতার জন্য যদি কোনও ওষুধ খান, তাহলে রক্ত পরীক্ষা করাতে যাওয়ার আগে চিকিৎসককে সে বিষয়ে জানান।
৬. ওষুধ ছাড়া অন্য কোনও ভিটামিন সাপ্লিমেন্ট খেলেও তা পরীক্ষা করাতে যাওয়ার আগে চিকিৎসককে জানান।
আরও পড়ুন
জনপ্রিয়
- পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে বা কমে গেলে কী হয়?
- বিএসএমএমইউ`র ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু
- আইসিডিডিআর,বি-র প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক ড. তাহমিদ
- ১০ লক্ষণে বুঝুন আপনার করোনা হয়ে সেরে গেছে
- এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী
- সাইমুম তাকিয়ে আছে আমাদের দিকে
- কৈশোর মানব জীবনের এক অনন্য বৈশিষ্ট্য, সঠিক নির্দেশনা জরুরি
- চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে অধ্যাপক স্বপ্নীল
- সখিপুরে চালু হলো ক্যাম্পস এর স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা
- রাবেয়া খেলছে, রোকেয়া পারছে নিজে খেতে, জানাচ্ছে সিএমএইচ