সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বুস্টার ডোজ নিতে বিশেষ ক্যাম্পেইন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

১৮:৪১, ১০ মার্চ ২০২২

৪৮৭

বুস্টার ডোজ নিতে বিশেষ ক্যাম্পেইন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সারাদেশের সাধারণ মানুষকে বুস্টার ডোজ টিকা নিতে বিশেষ ক্যাম্পেইন করবে সরকার।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবসের আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে এখন পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ মিলিয়ে প্রায় ২২ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে ১২ কোটি প্রথম ডোজ, সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ এবং ৫০ লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে।’

যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়া হয়েছে, ছয় মাস পরেই তাদের সবাইকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক দাবি করেছেন, গত ফেব্রুয়ারিতে এক দিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দিয়েছে সরকার। এটা বিরাট ব্যাপার। টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের স্থান এখন আট নম্বরে।

কিডনি রোগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় দিনে ২০ জন মানুষ মারা গেলে আমরা চিন্তায় থাকি। অথচ কিডনিতে দিনে ৭০ থেকে ৮০ জন মানুষ মারা যাচ্ছে, ক্যানসারে মারা যাচ্ছে ২ থেকে ৩০০ মানুষ। সেগুলো নিয়ে আমরা খুববেশি সচেতন থাকি না। এ রোগগুলো নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে।

কিডনি রোগীর সংখ্যা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন প্রায় ২ কোটি কিডনি রোগী আছে। প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ হাজার মানুষ কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। এগুলোর কারণে আমরা দেশের প্রতিটি জেলায় আলাদা করে ১০ বেডের ডায়ালাইসিস ও ১০ বেডের আইসিইউ বেড করার কাজ হাতে নিয়েছি। আট বিভাগে আটটি আধুনিক ক্যানসার, কিডনি চিকিৎসা হাসপাতাল নির্মাণে কাজ শুরু করা হয়েছে। এগুলো হলে সবাই নিজ নিজ এলাকায়ই এসব জটিল ও ব্যয়বহুল চিকিৎসা বিনামূল্যে করাতে পারবেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত