সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টিকাদানে বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:০০, ২৭ ফেব্রুয়ারি ২০২২

৪৫০

টিকাদানে বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

করোনা টিকাদানে বিশ্বে বাংলাদেশ এখন শীর্ষ দশে অবস্থান করছে। এটা অনেক বড় পাওয়া বলে স্বস্তি প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য প্রদানকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক দাবি করেন, করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন শীর্ষে। কোভিডে বাংলাদেশে এখন ভালো অবস্থানে আছে, এটা ধরে রাখতে হবে।

জাহিদ মালেক বলেন, ‘গতকাল শনিবার এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও প্রায় এক কোটি ১২ লাখ মানুষকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। আর প্রথম, দ্বিতীয় ও বুস্টার মিলিয়ে একদিনেই প্রয়োগ হয় এক কোটি ২০ লাখ টিকা।’

একদিনে আর কোন দেশ এতো পরিমাণে টিকা দিতে পেরেছে কি না- সেটা নিয়েও সংশয় প্রকাশ করেন মন্ত্রী।

গতকালের কার্যক্রমে প্রধানমন্ত্রী খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান তিনি। বলেন, ‘সবমিলে গতকাল পর্যন্ত মোট ২০ কোটি ৫০ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন মোট জনসংখ্যার ৭৩ শতাংশ ও টার্গেট জনগোষ্ঠীর প্রায় শতভাগ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছি। গণটিকা কার্যক্রম আরও দুই দিন চলমান থাকবে। এরপরও প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকবে।’

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত