জানুয়ারিতে করোনায় মৃতদের ৭৩ শতাংশই টিকা নেননি
জানুয়ারিতে করোনায় মৃতদের ৭৩ শতাংশই টিকা নেননি
গেলো জানুয়ারি মাসে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২২ জনের। এর মধ্যে ২৩৪ জনই করোনার টিকা নেননি। যা মোট মৃত্যুর ৭৩ শতাংশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, অন্যদিকে জানুয়ারিতে মারা যাওয়া ৩২২ জনের মধ্যে টিকা নিয়েছিলেন ৮৮ জন। শতাংশের হিসাবে যা ২৭ শতাংশ। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছিলেন ১৮ জন আর দুটি ডোজই নিয়েছিলেন ৬৮ জন। তবে মৃতদের মধ্যে মাত্র দুজন বুস্টার বা তৃতীয় ডোজের টিকা নিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
আরও পড়ুন
জনপ্রিয়
- পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে বা কমে গেলে কী হয়?
- বিএসএমএমইউ`র ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু
- আইসিডিডিআর,বি-র প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক ড. তাহমিদ
- ১০ লক্ষণে বুঝুন আপনার করোনা হয়ে সেরে গেছে
- এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী
- সাইমুম তাকিয়ে আছে আমাদের দিকে
- কৈশোর মানব জীবনের এক অনন্য বৈশিষ্ট্য, সঠিক নির্দেশনা জরুরি
- চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে অধ্যাপক স্বপ্নীল
- সখিপুরে চালু হলো ক্যাম্পস এর স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা
- রাবেয়া খেলছে, রোকেয়া পারছে নিজে খেতে, জানাচ্ছে সিএমএইচ