সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা ভ্যাকসিন: সিরাম-বেক্সিমকো-সরকারের ত্রিপক্ষীয় চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:২০, ৫ নভেম্বর ২০২০

আপডেট: ১৪:৪৯, ৫ নভেম্বর ২০২০

৬১০

করোনা ভ্যাকসিন: সিরাম-বেক্সিমকো-সরকারের ত্রিপক্ষীয় চুক্তি

কোভিড-১৯ ভ্যাকসিন কিনতে  সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে সরকার। এ কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন কিনতে সরকারের এ পদক্ষেপ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবারয়ে স্বাস্থ্যমন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই চুক্তির কথা জানান তিনি। 

সেখানে মন্ত্রী বলেন, বাংলাদেশকে প্রথম পর্যায়ে ৩ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেবে ভারতের সিরাম ইন্সটিটিউট। ভ্যাকসিনটি মানবদেহের জন্য নিরাপদ হবে। এটি কার্যকর প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, প্রতি ব্যক্তির জন্য দুটি ডোজ হিসেবে দেড় কোটি মানুষকে দেয়া যাবে এ ভ্যাকসিন।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এই টিকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেনা হবে। সরবরাহ খরচসহ প্রতি ডোজের দাম পড়বে ৫ মার্কিন ডলার।এই টিকা বিতরণ করা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ যারা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে আছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সবাইকে টিকার আওয়তায় আনার ব্যবস্থা করা হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্যম

মন্ত্রী বলেন, সরকারের সুব্যবস্থাপনায় করোনা পরিস্থতি এখন পর্যন্ত বাংলাদেশে নিয়ন্ত্রণে আছে। স্বাস্থ্যসুরক্ষায় সবাইকে মাস্ক পরার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত