দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে করোনার প্রভাবে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে করোনার প্রভাবে
করোনা মহামারির কারণে ২০২০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে |
করোনা মহামারির কারণে ২০২০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে। সেমাবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, আমেরিকানদের গড় আয়ু ২ বছরেরও বেশি কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপ, আমেরিকা ও চিলিতে পরিচালিত গবেষণায় দেখে গেছে, ২৯টি দেশের মধ্যে ২২টি দেশে গড় আয়ু ২০১৯ সালের তুলনায় ৬ মাসেরও বেশি কমেছে। ২৯টি দেশের মধ্যে ২৭টি দেশেই গড় আয়ু কমেছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় মৃত্যুর সঙ্গে গড় আয় কমে যাওয়ার সম্পর্ক আছে। রয়টার্সের মতে, করোনায় এ পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক জার্নাল এপিডেমিওলজিতে প্রকাশিত গবেষণার কো-অথর ড. রিধি কাশ্যপ বলেন, 'গবেষণার ফলাফলে দেখা গেছে, বেশিরভাগ দেশে নারীদের তুলনায় পুরুষের আয়ু কমেছে। ২০১৯ সালের তুলনায় আমেরিকান পুরুষদের সবচেয়ে বেশি ২ দশমিক ২ বছর আয়ু কমেছে।'
সামগ্রিকভাবে, ১১টি দেশের নারীদের তুলনায় ১৫টি দেশের পুরুষের এক বছরেরও বেশি আয়ু কমেছে। এটি আগের ৫ দশমিক ৬ বছরের মৃত্যুহারের অগ্রগতি মুছে দিয়েছে।
যুক্তরাষ্ট্রে কর্মক্ষম ও ৬০ বছরের কম বয়সীদের মৃত্যু হার বেড়েছে। ইউরোপে ৬০ বছরের বেশি বয়সীদের মৃত্যু হার বেড়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে বা কমে গেলে কী হয়?
- বিএসএমএমইউ`র ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু
- আইসিডিডিআর,বি-র প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক ড. তাহমিদ
- ১০ লক্ষণে বুঝুন আপনার করোনা হয়ে সেরে গেছে
- এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী
- সাইমুম তাকিয়ে আছে আমাদের দিকে
- কৈশোর মানব জীবনের এক অনন্য বৈশিষ্ট্য, সঠিক নির্দেশনা জরুরি
- চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে অধ্যাপক স্বপ্নীল
- সখিপুরে চালু হলো ক্যাম্পস এর স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা
- রাবেয়া খেলছে, রোকেয়া পারছে নিজে খেতে, জানাচ্ছে সিএমএইচ