এ বছর বুস্টার ডোজ স্থগিত রাখার আহবান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
এ বছর বুস্টার ডোজ স্থগিত রাখার আহবান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস |
বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত বাড়তি কভিড-১৯ ভ্যাকসিন ডোজ (বুস্টার ডোজ) না দেয়ার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে। কারণ হিসেবে তারা বলেছে, বিশ্বব্যাপী লাখ লাখ লোক এখনো কোন ভ্যাকসিনই পায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস বুধবার সাংবাদিকদের বলেন, ‘যখন যেসব কোম্পানি এবং দেশ ভ্যাকসিন সরবরাহ নিয়ন্ত্রণ করে আমি চুপ থাকবো না। তারা মনে করে বিশ্বের দরিদ্রদের উচ্ছিষ্ট নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত।’
জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতর থেকে বক্তব্য রাখতে গিয়ে টেড্রোস ধনী দেশ এবং ভ্যাকসিন প্রস্তুতকারীদের আহবান জানিয়ে বলেছেন, তারা যেন বুস্টার ডোজের চেয়ে দরিদ্র দেশগুলোতে স্বাস্থ্যকর্মী এবং দুর্বল জনগোষ্ঠীর কাছে প্রথম জ্যাব পাওয়াকে অগ্রাধিকার দেয়।
তিনি বলেন, ‘আমরা পুরোপুরি টিকাপ্রাপ্ত সুস্থ ব্যক্তিদের জন্য বুস্টারের ব্যাপক ব্যবহার দেখতে চাই না।’
ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে ডোজ বিতরণে কঠোর অসাম্য দূর করতে গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত কভিড-১৯ ভ্যাকসিন বুস্টার ডোজের ওপর স্থগিতাদেশের আহবান জানিয়েছিল। তবে টেড্রোস বুধবার স্বীকার করেছেন, বিশ্বের পরিস্থিতির খুব কম পরিবর্তন হয়েছে। তাই তিনি অন্তত বছরের শেষ পর্যন্ত স্থগিতাদেশ বাড়ানোর আহবান জানিয়েছেন।
তিনি বলেন, উচ্চ আয়ের দেশগুলো দরিদ্র দেশগুলোকে এক বিলিয়নের বেশী ভ্যাকসিন ডোজ দান করার প্রতিশ্রুতি দিয়েছিল, তবে সেই ডোজের ১৫ শতাংশেরও কম বাস্তবায়িত হয়েছে।
আরও পড়ুন
জনপ্রিয়
- পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে বা কমে গেলে কী হয়?
- বিএসএমএমইউ`র ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু
- আইসিডিডিআর,বি-র প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক ড. তাহমিদ
- ১০ লক্ষণে বুঝুন আপনার করোনা হয়ে সেরে গেছে
- এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী
- সাইমুম তাকিয়ে আছে আমাদের দিকে
- কৈশোর মানব জীবনের এক অনন্য বৈশিষ্ট্য, সঠিক নির্দেশনা জরুরি
- চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে অধ্যাপক স্বপ্নীল
- সখিপুরে চালু হলো ক্যাম্পস এর স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা
- রাবেয়া খেলছে, রোকেয়া পারছে নিজে খেতে, জানাচ্ছে সিএমএইচ