সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চিকিৎসকদের প্রশিক্ষণ দিবে ই-মেন্টারিং প্লাটফর্ম

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৫৪, ১৮ অক্টোবর ২০২০

৯০৬

চিকিৎসকদের প্রশিক্ষণ দিবে ই-মেন্টারিং প্লাটফর্ম

গুরুতর রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত ডাক্তারদের প্রশিক্ষণ দিতে যাত্রা শুরু হলো ই-মেন্টারিং প্লাটফর্মের। রবিবার (১৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রকল্পটির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। 

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে সেভ দ্য চিলড্রেন। সংগঠনটি প্রশিক্ষণের বিষয়ে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ই-মেন্টারিং প্ল্যাটফর্ম, প্রজেক্ট ইকো (Project ECHO: Extension for Community Healthcare Outcome) এর সাথে। এই প্রশিক্ষনের লক্ষ্য হলো বাংলাদেশের কোভিড-১৯  হাসপাতালগুলোতে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা।  
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল (ঢামেক) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর মাধ্যমে স্থানীয় ৪০ টিরও বেশি হাসপাতালকে সরাসরি এই প্রশিক্ষণের আওতায় আনা হবে। যার মাধ্যমে সরাসরি এক হাজার এবং পরোক্ষভাবে আরো তিন হাজার চিকিৎসকের দক্ষতা বাড়বে বলে আশা করছে উদ্যোক্তারা। 

অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ই-মেন্টরিং এর মতো অভিনব উদ্যোগ বাংলাদেশের কোভিড-১৯ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি যে এর ফলে বাংলাদেশ চিকিৎসকরা আরও কার্যকরভাবে রোগীর ব্যবস্থাপনা এবং এই রোগের বিস্তারকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত