সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রিজেন্টের কাছে ভূয়া টেস্টের টাকা ফেরত, ক্ষতিপূরণ চেয়ে রিট

১৯:৩৮, ২৬ জুলাই ২০২০

৮২৩

রিজেন্টের কাছে ভূয়া টেস্টের টাকা ফেরত, ক্ষতিপূরণ চেয়ে রিট

বেসরকারি রিজেন্ট হাসপাতালে করোনার ভূয়া টেস্টের শিকার ব্যক্তিদের তালিকা প্রকাশ করে তাদের কাছ থেকে টেস্টের নামে নেওয়া টাকা ফেরত এবং প্রত্যেক ক্ষতিগ্রস্তকে অন্তবর্তীকালীন ২৫ হাজার টাকা দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে বেসরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় বন্ধে মনিটরিং সেল গঠনেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসানের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এ রিট দায়ের করেন।

রিটকারি আইনজীবী আব্দুল হালিম জানান, এসব নির্দেশনার পাশাপাশি রিটে দেশের সকল বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত  হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের তালিকা প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে প্রতিটি থানায় স্বাস্থ্য মনিটরিং কমিটি করতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটটি বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে শুনানি হতে পারে বলেও তিনি জানান।

এরআগে ১৯ জুলাই এ বিষয়ে আইনী নোটিশ পাঠানো হয়েছিল।

নোটিশে বলা হয়েছিল, লাইসেন্সবিহীন রিজেন্ট হাস্পাতালের সাথে স্বাস্থ্য মন্ত্রনালয়ের চুক্তি, বুথ বানিয়ে করোনা টেস্ট এর অনুমতি প্রদান করেছে। যা চরম দায়িত্বহীনতা ও মানবাধিকার লংঘনের পরিচয়। ভুয়া করোনা টেস্ট এর রিপোর্ট প্রদান করে রিজেন্ট হাস্পাতাল জনগনের সাথে চরম ভাবে প্রতারণা করেছে। তাই প্রতারিত পরিবারদেরকে ক্ষতিপূরণ দিতে হবে।

ব্যাঙের ছাতার মত যত্রতত্র গড়ে ওঠা লাইসেন্সবিহীন হাসপাতাল, করোনা টেস্টের ভুয়া রিপোর্ট নিয়ে বিদেশ ভ্রমন, বেসরকারি হাস্পাতালের চিকিৎসা সেবা, বিল নিয়ে স্বাস্থ্য মন্ত্রনালয় এর কার্যত কোন পদক্ষেপ নেই। যা জনগনের  বেঁচে থাকার সাংবিধানিক অধিকারকে সুস্পষ্টভাবে লংঘন করেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত