দুই দিনের ৫ম জাতীয় যুব পরিবার পরিকল্পনা সম্মেলন শুরু
দুই দিনের ৫ম জাতীয় যুব পরিবার পরিকল্পনা সম্মেলন শুরু
কিশোর-কিশোরী ও তরুণ- তরুণীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে শুরু হয়েছে ৫ম জাতীয় যুব পরিবার পরিকল্পনা সম্মেলন। রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে দুই দিনব্যাপী সম্মেলনটি আয়োজন করেছে সিরাক-বাংলাদেশে। সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সারাদেশ থেকে প্রায় ৫০০ কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী ভার্চুয়ালি অংশগ্রহণের মাধ্যমে সম্মেলনে অংশ নিচ্ছে। যেখানে তারা আটটি প্ল্যানারি সেশন, চারটি প্যারালাল সেশন ছাড়াও নেটওয়ার্কিং ও দক্ষতা উন্নয়ন ট্রেনিং সেশনসহ বিভিন্ন আয়োজনে অংশগ্রহন করবেন।
কোভিড-১৯ পরিস্থিতিতে সতর্কতামূলকভাবে সম্মেলনটিতে কেবলমাত্র বক্তারা অনুষ্ঠানস্থাালে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে ছিলেন। অংশগ্রহনকারীরা যোগ দিয়েছিলেন সম্মেলনের ওয়েবসাইটে বিশেষভাবে নিবন্ধন করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।
অনুষ্ঠান উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি বলেন, মহামারী পরবর্তী বিশ্ব অর্থনীতি উন্নয়নে এবং বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের পাশাপাশি জনগন ও তরুন প্রজন্মের ভূমিকা অপরিহার্য,সেজন্য তরুণদের মানসিক স্বাস্থ্যের প্রতি আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে বা কমে গেলে কী হয়?
- বিএসএমএমইউ`র ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু
- আইসিডিডিআর,বি-র প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক ড. তাহমিদ
- ১০ লক্ষণে বুঝুন আপনার করোনা হয়ে সেরে গেছে
- এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী
- সাইমুম তাকিয়ে আছে আমাদের দিকে
- কৈশোর মানব জীবনের এক অনন্য বৈশিষ্ট্য, সঠিক নির্দেশনা জরুরি
- চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে অধ্যাপক স্বপ্নীল
- সখিপুরে চালু হলো ক্যাম্পস এর স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা
- রাবেয়া খেলছে, রোকেয়া পারছে নিজে খেতে, জানাচ্ছে সিএমএইচ