সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আজ বিশ্ব হাত ধোয়া দিবস 

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:২৮, ১৫ অক্টোবর ২০২০

১৬২৫

আজ বিশ্ব হাত ধোয়া দিবস 

ছবি: ইউনিসেফ
ছবি: ইউনিসেফ

আজ ১৫ অক্টোবর- ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। হাত ঠিকমতো ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতার জন্য এই দিবসটি পালন করা হয়।

'সকলের হাত, পরিচ্ছন্ন থাক' স্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মত বাংলাদেশেও উদযাপিত হচ্ছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২০। স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম দিবসটির উদ্বোধন করেন।

বিশ্ব পানি সপ্তাহে সুইডেনের স্টোকহোমে ২০০৮ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া অংশীদার (GHP) বিশ্বব্যাপী আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সাবান দিয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রথম এ দিবসটি উদযাপন করে। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারিখটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ব হাত ধোয়া দিবসের মূল লক্ষ্য হলো, সমাজে সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির প্রচলন করা এবং সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ানো ।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত