হেলথ চেক-আপ এবং কোভিড টেস্টে ৩ হাসপাতালে বিকাশের অফার
হেলথ চেক-আপ এবং কোভিড টেস্টে ৩ হাসপাতালে বিকাশের অফার
বিকাশ পেমেন্টে গ্রাহকরা স্কয়ার হাসপাতাল, আসগর আলি হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে নির্দিষ্ট কয়েকটি স্বাস্থ্যসেবায় বিশেষ অফার পাচ্ছেন।
বিকাশ গ্রাহকরা স্কয়ার হাসপাতালে নির্দিষ্ট হেলথ কেয়ার প্যাকেজের বিল বিকাশ করলেই পাচ্ছেন আকর্ষণীয় ডিসকাউন্ট। এ অফারের আওতায় গ্রাহক ২২৪০ টাকার রেগুলার হেলথ চেক-আপ প্যাকেজটি পাচ্ছেন ১৭৫০ টাকায়। এছাড়া প্রিমিয়াম হেলথ চেক-আপ প্যাকেজটি পাচ্ছেন ৮৪৯০ টাকার পরিবর্তে মাত্র ৬৭৫০ টাকায়। অফার চলাকালীন যে কোনো গ্রাহক যতবার খুশি এই অফারটি নিতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর বাইরে আসগর আলী হাসপাতালে গ্রাহকরা কোভিড-১৯ টেস্ট এর হোম স্যাম্পল কালেকশন ও বেসিক হেলথ চেকআপ প্যাকেজের পেমেন্ট বিকাশ করলেই পাবেন ডিসকাউন্ট। একই পরিবারের সর্বনিম্ন ২ জন সদস্যের কোভিড ১৯ টেস্টের হোম স্যাম্পল কালেকশনের পেমেন্ট বিকাশ করলে প্রতিটি টেস্ট করাতে পারবেন ৩,৮০০ টাকায়। এছাড়াও, বেসিক হেলথ চেকআপ প্যাকেজের পেমেন্ট বিকাশ করলেই ৮টি টেস্ট করাতে পারবেন মাত্র ৫,২০০ টাকায়।
গ্রাহকরা এই অফারগুলো পেতে পারেন বিকাশ অ্যাপের মাধ্যমে বা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে। অফারগুলো চলবে ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত।
এর পাশাপাশি, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ৫,৩৪৫ টাকার কোভিড হেলথ চেক-আপ প্যাকেজটি গ্রাহকরা বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৪,১০০ টাকায়। দেশজুড়ে ২০টিরও বেশি আউটলেটে এই প্যাকেজের আওতায় ৮টি টেস্ট করাতে পারছেন গ্রাহকরা, পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত।
মহামারী চলাকালীন এই অফারগুলো গ্রাহকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাকে আরও সহজ করবে এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি থেকে নিরাপদ রাখবে। স্কয়ার হাসপাতালের অফারগুলো সম্পর্কে আরও জানতে গ্রাহকরা https://www.bkash.com/bn/square-hospital-offer ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আসগর আলী হাসপাতালের অফার এবং বাসা থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে গ্রাহকরা ভিজিট করতে পারেন https://www.bkash.com/offers_aah ওয়েবসাইটে। এছাড়া পপুলার ডায়াগনস্টিক এর অফারের বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/offers_popular ওয়েবসাইটে।
আরও পড়ুন
জনপ্রিয়
- পুরুষের দেহে টেস্টোস্টেরন অতিরিক্ত বেড়ে বা কমে গেলে কী হয়?
- বিএসএমএমইউ`র ৩৭০ শয্যার করোনা সেন্টারে রোগী ভর্তি শুরু
- আইসিডিডিআর,বি-র প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক ড. তাহমিদ
- ১০ লক্ষণে বুঝুন আপনার করোনা হয়ে সেরে গেছে
- এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী
- সাইমুম তাকিয়ে আছে আমাদের দিকে
- কৈশোর মানব জীবনের এক অনন্য বৈশিষ্ট্য, সঠিক নির্দেশনা জরুরি
- চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে অধ্যাপক স্বপ্নীল
- সখিপুরে চালু হলো ক্যাম্পস এর স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা
- রাবেয়া খেলছে, রোকেয়া পারছে নিজে খেতে, জানাচ্ছে সিএমএইচ