মালয়েশিয়া প্রবাসীদের ভোগান্তি কমাতে বহুমুখী উদ্যোগ
মালয়েশিয়া প্রবাসীদের ভোগান্তি কমাতে বহুমুখী উদ্যোগ
চাকরি পেতে দালাল চক্র থেকে প্রবাসীদের মুক্তি দিতে 'চাকরির খোঁজ' এর মতো ডিজিটাল সেবাসহ বহুমুখী উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সরোয়ার। বর্তমানে চাকরি পাওয়ার প্রক্রিয়াটি স্বচ্ছ ও ভোগান্তি মুক্ত হবে বলে জানান তিনি।
বাংলাদেশের কূটনৈতিক প্রতিবেদকদের সাথে ভার্চুয়াল আলোচনায় গোলাম সরোয়ার জানান, এখন দালাল দিয়ে প্রতারিত হওয়ার কোন সুযোগ থাকবে না। আমরা এ বিষয়ে সতর্ক থাকবো। অনুষ্ঠানে সহাকারী রাষ্ট্রদূত মো. খোরশেদ এ খাস্তগির ও দূতাবাসের আরও অন্যান্যরাও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সম্প্রতি এক ভার্চুয়াল অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসীদের জন্য 'চাকরির খোঁজ নামে' একটি জব পোর্টাল উদ্বোধন করেন বাংলাদেশি রাষ্ট্রদূত। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে দূতাবাসের নেয়া বিভিন্ন সাম্প্রতিক উদ্যোগের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত গোলাম সরোয়ার। সেখানের চাকরির বাজারের চিত্র তুলে ধরে তিনি বলেন, পোর্টালটি ঝামেলা ছাড়াই চাকরি পেতে সহায়তা করবে বাংলাদেশি শ্রমিকদের।
এসময় তিনি আরও বলেন, দূতাবাসের মাধ্যমে শ্রমিক ও নিয়োগকারীদের মধ্যে এখন সরাসরি যোগাযোগ হওয়ায় যারা ক্ষতিগ্রস্থ হবে তারা অনেক রকম নেতিবাচক প্রচারণা চালাতে পারে।
এছাড়া তিনি লেবার রিক্যালিব্রেশন প্রকেল্পের কথা তুলে ধরেন যার মাধ্যমে অবৈধ অভবাসীরা নিয়মতান্ত্রিকভাবে বৈধ উপায়ে বিদেশী শ্রমীক হিসেবে কাজের সুযোগ পাবেন।
মালয়েশিয়ান বৈদেশিক শ্রমিক বিভাগ ও সরকারের সাথে সমন্বয়ে ২০২০ সালের নভেম্বরের ১৬ তারিখ থেকে এই কর্মসূচি চালু হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে এবং প্রয়োজনে তার মেয়াদ বাড়ানো হবে বলেও জানান তিনি।
গোলাম সরোয়ার বলেন, ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচিতে কেবল ১৮০০ বাংলাদেশি আবেদন করেছে। দূতাবাসের আশা অন্তত ১৮ থেকে ২০ হাজার বাংলাদেশি এখানে আবেদন করবেন।
দালাল চক্র বন্ধ করার দৃঢ় প্রতিজ্ঞা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, চাকরির প্রক্রিয়া ভোগান্তি মুক্ত রাখতে ও স্বচ্ছতা রাখতে কোন দালালকে সুযোগ দেয়া হবে না। মালয়েশিয়া কর্মরত প্রায় ১০ লাখ শ্রমিককে বৈধ ও নিরাপদ রাখতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন
জনপ্রিয়
- ডা. ফারজানাকে অভিনন্দন
- ওরে বাব্বা কত পিঠার কত নাম!
- রোমে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার অনলাইন কার্যক্রম ফেসবুকে ল
- মাকে হারালেন আজিজ আহমদ
- স্বজনদের শেষ মাটি দিতে না পারা প্রবাসীদের জীবনে বড় কষ্ট
- বিনা সাক্ষাৎকারে
ভ্রমণ, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস - দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে
এনওয়াইপিডির লে. কমান্ডার হচ্ছেন বাংলাদেশি আমেরিকান শামসুল হক - কানাডায় পেস এর উদ্যোগে বর্ণবাদ বিরোধী কার্যক্রম শুরু
- নিউইয়র্কে আগ্রাবাদ নাইট, এক মুখরিত সন্ধ্যার গল্প
- বিদেশি সিইও নয়, ব্রিটিশ বাংলাদেশিরা পাবেন নিজ দেশে কাজের সুযোগ