সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মারামারিতে একজন খুন

২১:৩৪, ১৯ জুলাই ২০২০

৯০৩

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মারামারিতে একজন খুন

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের নিজেদের মধ্যে মারামারি করার ঘটনায় এক বাংলাদেশি খুন হয়েছেন। তাকে হাতুড়ি, চেইন দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাতে ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানে খুন হন রশিদ হাওলাদার (৪৪) নামের ওই বাংলাদেশি । তার দেশের বাড়ী মাদারীপুরে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ছয় বাংলাদেশিকে আটক করতে মাঠে নেমেছে ইতালীয় পুলিশ। মিলান শহরের প্রাণকেন্দ্রে স্তাদেরা এলাকায় মন্তেগানি রোডে পৌর বাজারের সামনে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে এই ঘটনাটি ঘটে। বাকবিতন্ডার এক পর্যায়ে ছয় জন মিলে হাতুড়ি ও চেইন দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে রশিদ হাওলাদারকে। পুলিশ ও অ্যাম্বুলেন্স আসার আগেই তারা দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। উদ্বার করে স্থানীয় সান পাওলো হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই মারা যান রশিদ হাওলাদার। ইতালীয় পুলিশের সায়েন্টিফিক টিম ঘটনাস্থল থেকে হাতুড়ি ও চেইন সহ খুনিদের ফেলে যাওয়া বেশ কিছু আলামত উদ্ধার করেছে। ২ জনকে এরই মধ্যে শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর খুনিদের ধরার চেষ্টা চলছে। নিহত বাংলাদেশির ইতালীতে বৈধ স্টে পারমিট (পেরমেসসো দি সোজ্জর্নো) ছিলো। মিলানে বসবাসরত প্রবাসী সাংবাদিক তুহিন মাহামুদ জানান, নিহত রশিদ হাওলাদার স্বপরিবারে মিলান শহরে বাস করতেন। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাস্থল স্তাদেরা এলাকাটি পুলিশের খাতায় আগে থেকেই `ক্রাইম জোন` হিসেবে চিহ্নিত। সেখানে বসবাসকারী অন্য প্রবাসী বাংলাদেশিরা বলেন, উত্তর আফ্রিকার অভিবাসীরা এই এলাকায় অপকর্মের সাথে জড়িত থাকলেও হত্যাকাণ্ডের মত নৃশংস অপরাধটি করলো বাংলাদেশিরা। এটি সত্যিই এখানে প্রবাসী বাংলাদেশি জন্য লজ্জার।
Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank