সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এমসি কলেজে ধর্ষণের প্রতিবাদে

জালালাবাদ অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ভার্চুয়াল সভা

০৯:১২, ৩০ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ২৩:৫২, ৪ অক্টোবর ২০২০

১৩১০

এমসি কলেজে ধর্ষণের প্রতিবাদে

জালালাবাদ অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ভার্চুয়াল সভা

সিলেট এমসি কলেজে গণধর্ষণের প্রতিবাদে আওয়াজ উঠেছে সুদুর যুক্তরাষ্ট্র তথা বিশ্বের দেশে দেশ সিলেট অঞ্চলের যারা অবস্থান করছেন তাদের পক্ষ থেকেও। সেখানে বাংলাদেশি প্রবাসীদের সবচেয়ে বড় সংগঠন জালালাবাদ  অ্যাসোসিয়েশন অব আমেরিকার নেতারা নিজভূমে এই ন্যাক্কারজনক ঘটনার বিচারে বিশেষ অধ্যাদেশ জারির দাবি তুলেছেন।  তাতে কেবল যুক্তরাষ্ট্রেরই নয়, বিশ্বের অন্যসব দেশে, এক সময়ে জালালাবাদ নামে পরিচিত সিলেট অঞ্চলের মানুষ রয়েছেন তাদের প্রতিনিধিরা কণ্ঠ মিলিয়েছেন। আন্তর্জাতিক একটি ভার্চুয়াল প্রতিবাদ সভা থেকে এই দাবি জানানো হয়। 
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র উদ্যোগে  এ ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকেও কেউ কেউ এই সভায় অংশ নেন।  

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রাক্তন ট্রাস্টি, ডা. জিয়া উদ্দিন আহমদ, ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি সি এম তোফায়েল সামী, প্রাক্তন যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শেখ আক্তারুল ইসলাম, সহ সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, কানাডা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দে তমাল, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি, ফ্রান্স জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি হেনু মিয়া, ইতালী জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ওলি উদ্দিন শামীম, ইংল্যান্ড জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের অব আমেরিকার ট্রাস্টি বোর্ড সদস্য আব্দুস সালাম, অ্যাডভোকেট নাসির উদ্দিন, প্রাক্তন ট্রাস্টি মনজুর আহমদ চৌধুরী, আব্দুল হাসিম হাসনু, বাংলাদেশ সোসাইটি বোর্ড অব ট্রাস্টি আজিমুর রহমান বুরহান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি, প্রাক্তন সাধারণ সম্পাদক জুনেদ এ খান, আহমদ জিলু, প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি দেওয়ান বজলু চৌধুরী, সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া টিপু, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি সৈয়দ জুবায়ের আলী, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি সভাপতি সোহান আহমদ টুটুল, মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সভাপতি ফজলুর রহমান, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশনের সভাপতি জুনেদ চৌধুরী, বিয়ানীবাজার সমিতির প্রাক্তন সভাপতি মোস্তফা কামাল, প্রবীন রাজনীতিবিদ লূৎফুর রহমান চৌধুরী হেলাল, এমাদ চৌধুরী, এমসি ও সরকারি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বেলাল উদ্দিন, সহ সভাপতি সফিক চৌধুরী, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম, প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, সাংবাদিক ইসতিয়াক রুপু, সিলেট সদর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমদ চৌধুরী, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি সৈয়দ গৌছুল হোসেন, গ্রেটার জৈন্তা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রশিদ আহমদ, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, নিউজার্সির কমিউনিটি এক্টিভিস্ট কামরুল হাদী, কমিউনিটি এক্টিভিস্ট শাহাব চৌধুরী, ময়েজ উদ্দিন, হাফিজ শাহবাজ আহমদ, চৌধুরী মোমিত তানিম ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি জুসেফ চৌধুরী, মনজুর চৌধুরী জগলু, সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ ও কার্যকরী কমিটির সদস্য মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রশিদ আহমদ।

সভায় বক্তারা বর্বরোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধী এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় যুক্তরাষ্ট্র থেকে একটি নাগরিক ঐক্য কমিটি গঠন করারও সিন্ধান্ত হয়।

আয়োজক সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ ভার্চুয়াল সভায় অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সম্প্রতি সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজে এক নব বধূকে কতিপয় সন্ত্রাসী স্বামীর নিকট থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গণধর্ষণ করে। এই ঘটনার প্রতিবাদে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা আয়োজন করে এই আন্তর্জাতিক ভার্চুয়াল প্রতিবাদ সভার।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank