সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভিন্ন সংস্কৃতির দূরত্বকে হার মানিয়ে প্রেমকে জিতিয়েছেন তারা!

ইসমাইল হোসেন স্বপন, ইতালি

০০:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২০

১০২০

ভিন্ন সংস্কৃতির দূরত্বকে হার মানিয়ে প্রেমকে জিতিয়েছেন তারা!

ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকে হার মানায়, তার প্রমাণ কম নেই। তেমনি এক প্রেমের গল্প শুনুন।
ইতালিয়ান এবং বাংলাদেশি ভিন্ন সংস্কৃতির প্রেমিক-প্রেমিকার সফল প্রণয়ের নান্দনিক পরিণয়ের এই গল্প ইতালির বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে আনন্দ-প্রশংসায়।

গল্প বাংলাদেশি বংশোদ্ভূত ২৫ বছরের তরুণী সুমাইয়া ও ইতালীয়ান পুলিশ দোমেনিকোর।

তুরিন নগরীর পলিটেকনিক ইন্সটিটিউটে পড়ার সময় বছর কয়েক আগে সুমাইয়ার পরিচয় হয় দোমিনকোর সাথে । এরপর ভালোলাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে পরিণয়।

গত ১৪ সেপ্টেম্বর দক্ষিণ ইতালির কাম্পানিয়া বিভাগের সালের্নো প্রভিন্সের মাইওরি পৌর এলাকায় তারা বিয়ে করেন। বিয়ের অনুষ্ঠানে বর ইউনিফর্ম পরেন, আর লাল রঙের শাড়ি পরেন সুমাইয়া।

দীর্ঘ দিন প্রেমের পর বিয়ের বিষয়টি ইতালির গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আলোচনা তৈরি হয়েছে। 'প্রাচ্যের সুন্দরী রাজকুমারী' শিরোনামে ইতালির গণমাধ্যমে বাংলাদেশি তরুণীর প্রশাংসা করা হয়েছে।

ইতালিয়ান নাগরিক বর দোমেনিকো তামবুররিনো ইতালীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্যারামিলিটারি পুলিশ ফোর্স 'ক্যারাবিনিয়ারি'র মার্শাল হিসেবে কর্মরত রয়েছেন উত্তর-পশ্চিম ইতালির পিয়েমন্তে বিভাগের তুরিন (তোরিনো) প্রভিন্সে।

স্থানীয়রা জানিয়েছেন, করোনার কারণে বাংলাদেশ সাথে ইতালির ফ্লাইট বন্ধ থাকায় সুমাইয়ার পরিবারের কেউ বিয়েতে অংশ নিতে পারেনি। বাংলাদেশি তরুণীর ইতালিতে পুলিশ সদস্যকে বিয়ে করার ঘটনা এটিই প্রথম।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank