বাইডেন প্রশাসনে আরও এক বাংলাদেশী
বাইডেন প্রশাসনে আরও এক বাংলাদেশী
ফারাহ আহমেদ |
বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত ফারাহ আহমেদ। গত ২১ শে জানুয়ারিতে তিনি ইউএসডিএ তে আন্ডার সেক্রেটারি অফ রুরাল ডেভেলপমেন্টের চীফ অফ ষ্টাফ হিসেবে শপথ গ্রহণ করেন।
ফারাহ আহমেদ এর আগেও অনেক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সর্বশেষ তিনি সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন কনজিউমার এজুকেশন বিভাগে। এছাড়া ইউএসডি’র কমিউনিটি এবং ইকোনোমিক ডেভেলপমেন্ট টিমের প্রোগ্রাম পোগ্রাম ম্যানেজার এবং সিনিয়র পলিসি এনালিস্ট হিসেবে কাজ করেছেন সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসে।
আমেরিকার মুলধারায় রাজনীতিতে ফারাহ আহমেদ খুব সক্রিয়। বারাক ওবামার প্রসিডেন্ট নির্বাচনের সময় তিনি আইওয়া অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির নির্বাচন পরিচালনার মুখ্য দায়িত্ব পালন করেছিলেন।
ফারাহ আহমেদের বাবা ড. মাতলুব আহমেদ এবং মা ফেরদৌস আহমেদ দুজনেই আমেরিকাতে পদার্থবিজ্ঞানের অধ্যাপক। তার দাদা ড. আব্দুল বাতেন খান বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং পরে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ছিলেন। তার দাদি মিসেস মনিরা খান ভিকারুন্নেসা নুন স্কুলের শিক্ষিকা ছিলেন এবং বাংলাদেশ মহিলা পরিষদের আজীবন সহ সভাপতি ছিলেন। তিনি সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের ভাগ্নি।
ফারাহ আহমেদ আমেরিকার বিখ্যাত কর্ণেল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করবার পর প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে স্নাতকাত্তর ডিগ্রী অর্জন করেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ডা. ফারজানাকে অভিনন্দন
- ওরে বাব্বা কত পিঠার কত নাম!
- রোমে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার অনলাইন কার্যক্রম ফেসবুকে ল
- মাকে হারালেন আজিজ আহমদ
- স্বজনদের শেষ মাটি দিতে না পারা প্রবাসীদের জীবনে বড় কষ্ট
- বিনা সাক্ষাৎকারে
ভ্রমণ, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস - দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে
এনওয়াইপিডির লে. কমান্ডার হচ্ছেন বাংলাদেশি আমেরিকান শামসুল হক - কানাডায় পেস এর উদ্যোগে বর্ণবাদ বিরোধী কার্যক্রম শুরু
- নিউইয়র্কে আগ্রাবাদ নাইট, এক মুখরিত সন্ধ্যার গল্প
- বিদেশি সিইও নয়, ব্রিটিশ বাংলাদেশিরা পাবেন নিজ দেশে কাজের সুযোগ