বৈধপথে রেমিট্যান্স আসবে সহজেই, বিকাশ ও এমএম`র সঙ্গে রিপল`র চুক্তি
বৈধপথে রেমিট্যান্স আসবে সহজেই, বিকাশ ও এমএম`র সঙ্গে রিপল`র চুক্তি
বাংলাদেশের বিকাশ ও মালয়েশিয়ার মোবাইল মানি'র সঙ্গে চুক্তি সই করেছে রিপল। দুই দেশের মধ্যো রেমিট্যান্স আদান-প্রদানে একটি করিডোর তৈরি করবে তারা। যাতে সহজেই মালয়েশিয়ায় আয় করা অর্থ বাংলাদেশি শ্রমিক তাদের পরিবারের কাছে পাঠাতে পারে।
মালয়েশিয়া থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় অংকের রেমিট্যান্স আনে বাংলাদেশ। আর এটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাঁচটি রেমিট্যান্স উৎসের একটি।
করিডোরটি রিপল'র ডিএলটি-ভিত্তিক বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্ক রিপলনেট ব্যবহার করবে। এর মাধ্যমে মালয়েশিয়ার মোবাইল মানি ও বাংলাদেশের বিকাশের ব্যবহারকারীরা ওয়ালেট-টু-ওয়ালেট টাকা পাঠাতে পারবে। পুরো প্রক্রিয়ার ব্যাংকিং পার্টনার হিসেবে কাজ করবে বাংলাদেশের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
উদ্ধৃতি:
এই অংশিদারীত্ব রেমিট্যান্স প্রেরণকারী ও গ্রহীতা উভয়ের জন্যই কাজটি সহজ করে দেবে। আর বৈধপথে রেমিট্যান্স আসার পথ আরও সুগম হবে ফলে তা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে।
- কামাল কাদির, সিইও বিকাশ
দক্ষিণ এশিয়ায় রিপল তার উপস্থিতি ও সেবার হাত প্রশস্ত করছে। বৈধ উপায়ে আন্তঃসীমান্ত অর্থ আদান প্রদানের প্রক্রিয়ায় অবদান রাখতে পেরর আমরা খুশি।
- নবীন গুপ্ত, ব্যবস্থাপনা পরিচালক, দক্ষিণ এশিয়া, রিপল।
আরও পড়ুন
জনপ্রিয়
- ডা. ফারজানাকে অভিনন্দন
- ওরে বাব্বা কত পিঠার কত নাম!
- রোমে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার অনলাইন কার্যক্রম ফেসবুকে ল
- মাকে হারালেন আজিজ আহমদ
- স্বজনদের শেষ মাটি দিতে না পারা প্রবাসীদের জীবনে বড় কষ্ট
- বিনা সাক্ষাৎকারে
ভ্রমণ, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস - দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে
এনওয়াইপিডির লে. কমান্ডার হচ্ছেন বাংলাদেশি আমেরিকান শামসুল হক - কানাডায় পেস এর উদ্যোগে বর্ণবাদ বিরোধী কার্যক্রম শুরু
- নিউইয়র্কে আগ্রাবাদ নাইট, এক মুখরিত সন্ধ্যার গল্প
- বিদেশি সিইও নয়, ব্রিটিশ বাংলাদেশিরা পাবেন নিজ দেশে কাজের সুযোগ