সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান স্থপতি ও তার স্ত্রীর করোনায় মৃত্যু

ডেস্ক রিপোর্ট

০৯:৩৮, ১৩ জানুয়ারি ২০২১

আপডেট: ০৯:৩৯, ১৩ জানুয়ারি ২০২১

৭৫৭

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আমেরিকান স্থপতি ও তার স্ত্রীর করোনায় মৃত্যু

প্রখ্যাত বাংলাদেশি আমেরিকান স্থপতি মাহবুব হাসান দেওয়ান ও তার স্ত্রী সমাজকর্মী আফরিন দেওয়ান যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মাত্র ১০ দিনের মাথায় তাদের দুই জনের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের ডালাসে ডিওয়ান আর্কিটেক্ট অ্যান্ড অ্যাসোসিয়েটস এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব দেওয়ান মারা যান ৭ জানুয়ারি। কোভিড-১৯ আক্রান্ত হয়ে টেক্সাস হেলথ প্রেসবাইটেরিয়ান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। এর আগে গত ২৭ ডিসেম্বর একই হাসপাতালে মারা যান আফরিন দেওয়ান, ৬০। ডিওয়ান আর্কিটেক্ট অ্যান্ড অ্যাসোসিয়েটস এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। একমাত্র ছেলে মাশরুর দেওয়ান, অনেক আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন এই দম্পতি। মাহবুব দেওয়ান বাংলাদেশে বুয়েটে সহকারী অধ্যাপক থাকা কালে যুক্তরাষ্ট্রে পারি জমান। পরে সেখানে স্থাপত্যবিদ্যা ও চর্চায় সুনাম অর্জন করেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank