শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ || ২৮ পৌষ ১৪৩১ || ০৯ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিখোঁজের ১ মাস পর কানাডায় মিলল বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ

অপরাজেয় বাংলা ডেস্ক

১৩:৩৫, ১১ জানুয়ারি ২০২৫

২৬

নিখোঁজের ১ মাস পর কানাডায় মিলল বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ

কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন এলাকা থেকে নিখোঁজ হওয়া প্রবাসী বাংলাদেশি কলেজশিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের মরদেহ নিখোঁজের ৩০ দিন পর উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

১৯ বছর বয়সী নিধুয়া ফ্যানশোয়ে কলেজের শিক্ষার্থী এবং বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি গত বছরের ৩ ডিসেম্বর জনবহুল অন্টারিওর লন্ডন এলাকা থেকে নিখোঁজ হন।  

স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) জোহরের নামাজের পর স্কারব্রোর ২৬৬৫ লরেন্স অ্যাভিনিউর জামে আবু বকর সিদ্দিকী মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে দ্য লন্ডন ফ্রি প্রেসকে জানান নিধুয়ার মা সামিনা নাসরিন চৌধুরী। জানাজা শেষে তাকে অন্টারিওর পিকারিংয়ের ডাফিন মেডৌস সেমিটেরিতে দাফন করা হবে।  

ফেসবুকে এক আবেগঘন পোস্টে সামিনা নাসরিন লেখেন, 'মাত্র ১৯ বছরের জীবনে অজানা কষ্ট কিংবা না-বলা অভিমান নিয়ে আমার মেয়ে নিধুয়া চিরবিদায় নিয়েছে। তার জানাজায় সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানাই। এই বিদায়ী আয়োজনে সকলের দোয়া তার অনন্তযাত্রার পাথেয় হোক এবং আমাদের এই অসহনীয় কষ্ট কিছুটা লাঘব করবে।'   

নিধুয়া ৯ বছর বয়সে মায়ের সঙ্গে কানাডায় পাড়ি জমান। তার মা টরন্টোতে কর্মরত ছিলেন, আর নিধুয়া ফ্যানশোয়ে কলেজের ডরমেটরিতে থাকতেন। নিখোঁজ হওয়ার আগে তাকে সর্বশেষ পোর্ট স্ট্যানলির হক ক্লিফ রোডে দেখা গিয়েছিল।  

অন্টারিও প্রাদেশিক পুলিশ, তাদের ইমার্জেন্সি রেসপন্স টিম, অ্যাভিয়েশন, ক্যানাইন ও মেরিন ইউনিট নিধুয়ার সন্ধানে তল্লাশি চালায়। তবে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে তারা তল্লাশি বন্ধ করে দেয়।    

স্থানীয় সময় গত শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুসের কাছে ওয়েনিটা সৈকত এলাকায় ইরি লেকের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে একজন ব্যক্তি পুলিশে খবর দেন। মরদেহের পরিচয় শনাক্ত করার পর মঙ্গলবার (৭ জানুয়ারি) নিশ্চিত করা হয় এটি নিধুয়ার।   

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানায়, নিধুয়ার মৃত্যু নিয়ে রহস্য থাকলেও এটি হত্যাকাণ্ড নয়। পুলিশ বলছে, তার মৃত্যু ঘিরে আরও তদন্তের প্রয়োজন।   

নিধুয়ার মৃত্যু তার পরিবার, বন্ধু-বান্ধব এবং কানাডার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া ফেলেছে। তার অকালমৃত্যুর পেছনে থাকা কারণ এবং বিস্তারিত জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank