কাশ্মীরে ঘুরতে গিয়ে লাশ হলেন তিন বাংলাদেশি
কাশ্মীরে ঘুরতে গিয়ে লাশ হলেন তিন বাংলাদেশি
ভারতের কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে হাউসবোটে আগুন লেগে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় পুলিশ জানিয়েছে, ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে প্রথমে আগুন লাগে। এরপর তা দ্রুত পাশের অন্যান্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে পাঁচটি হাউসবোট পুড়ে গেছে এবং আরও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে আনন্দবাজার জানিয়েছিল, শনিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকে ৯ নম্বর ঘাটের কাছে আগুন লাগে। আগুনে কমপক্ষে পাঁচটি হাউসবোট এবং তিনটি ঘর পোড়ার খবর দিলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর দিতে পারেনি তারা। অগ্নিকাণ্ডের বেশ কয়েক ঘণ্টা পর তিন বাংলাদেশির মরদেহ উদ্ধারের কথা জানায় এনডিটিভি। তবে তাদের নাম-পরিচয় কিংবা কী কারণে আগুনের সূত্রপাত, তা জানা যায়নি।
ভারতে যাওয়া যে কোনো পর্যটকের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই ডাল লেক। এই লেকেই হাউসবোট নিয়ে থাকেন অনেক পর্যটক। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মাঝে উদ্বেগ ছড়িয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।
আরও পড়ুন
জনপ্রিয়
- ওরে বাব্বা কত পিঠার কত নাম!
- ডা. ফারজানাকে অভিনন্দন
- রোমে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার অনলাইন কার্যক্রম ফেসবুকে ল
- মাকে হারালেন আজিজ আহমদ
- স্বজনদের শেষ মাটি দিতে না পারা প্রবাসীদের জীবনে বড় কষ্ট
- বিনা সাক্ষাৎকারে
ভ্রমণ, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস - দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে
এনওয়াইপিডির লে. কমান্ডার হচ্ছেন বাংলাদেশি আমেরিকান শামসুল হক - কানাডায় পেস এর উদ্যোগে বর্ণবাদ বিরোধী কার্যক্রম শুরু
- নিউইয়র্কে আগ্রাবাদ নাইট, এক মুখরিত সন্ধ্যার গল্প
- বিদেশি সিইও নয়, ব্রিটিশ বাংলাদেশিরা পাবেন নিজ দেশে কাজের সুযোগ