সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ || ৮ পৌষ ১৪৩১ || ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাশ্মীরে ঘুরতে গিয়ে লাশ হলেন তিন বাংলাদেশি

অপরাজেয় বাংলা ডেস্ক

১৮:৫০, ১১ নভেম্বর ২০২৩

৬৩৯

কাশ্মীরে ঘুরতে গিয়ে লাশ হলেন তিন বাংলাদেশি

ভারতের কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে হাউসবোটে আগুন লেগে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় পুলিশ জানিয়েছে, ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে প্রথমে আগুন লাগে। এরপর তা দ্রুত পাশের অন্যান্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে পাঁচটি হাউসবোট পুড়ে গেছে এবং আরও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে আনন্দবাজার জানিয়েছিল, শনিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকে ৯ নম্বর ঘাটের কাছে আগুন লাগে। আগুনে কমপক্ষে পাঁচটি হাউসবোট এবং তিনটি ঘর পোড়ার খবর দিলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর দিতে পারেনি তারা। অগ্নিকাণ্ডের বেশ কয়েক ঘণ্টা পর তিন বাংলাদেশির মরদেহ উদ্ধারের কথা জানায় এনডিটিভি। তবে তাদের নাম-পরিচয় কিংবা কী কারণে আগুনের সূত্রপাত, তা জানা যায়নি।

ভারতে যাওয়া যে কোনো পর্যটকের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই ডাল লেক। এই লেকেই হাউসবোট নিয়ে থাকেন অনেক পর্যটক। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মাঝে উদ্বেগ ছড়িয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank