বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ || ২ মাঘ ১৪৩১ || ১৩ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

অপরাজেয় বাংলা ডেস্ক

১৪:৫১, ১১ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৫:১২, ১১ সেপ্টেম্বর ২০২৩

৫৪৩

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন- আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬), তার ৯ বছর বয়সী ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সী মেয়ে মাইরা হোসেন।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ওই পরিবারকে বহনকারী গাড়ির সঙ্গে একটি মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই আলমগীর ও তার ছেলে জাকির নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় মেয়ে।

একই দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তার গর্ভপাত হয়েছে।

আলমগীরের চাচা আহমদ মোসা বলেন, তার ভাতিজা আলমগীর যুক্তরাজ্যের বার্মিংহামের কাছের ওয়ালসালের বাসিন্দা ছিলেন। সপরিবার অবকাশ কাটাতে লেস্টারশায়ারে গিয়েছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনো তাদের জানায়নি পুলিশ। মরদেহ তিনটি এখনো পরিবারের কাছে হস্তান্তর করেনি পুলিশ।

আলমগীরের বাবার নাম আবদুল কালাম। বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank