সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইতালিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স 

ইসমাইল হোসেন স্বপন, ইতালি থেকে  

১৪:২৪, ১৩ আগস্ট ২০২০

আপডেট: ১৪:৩৪, ১৩ আগস্ট ২০২০

৯৫৩

ইতালিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স 

ইতালিতে প্রবাসীদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পেতে শহরভিত্তিক দক্ষ জনশক্তি গড়ে তুলতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

রোমসহ ইতালির ২০টি শহর থেকে আসা প্রশিক্ষণার্থীদের নিয়ে পিয়াচ্ছা ভিত্তোরিও হোটেল নাপোলিতে ৭, ৮ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী এই  ন্যাশনাল কাফ অপারেটর ট্রেনিং।

কোর্সটির প্রথমঅংশ তিন দিনব্যাপী একটানা প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ইতালি বিভিন্ন আইন-কানুন, ব্যবসা-বাণিজ্যের বোনাসসহ প্রয়োজনীয় ৫৬টি বিষয়ের ওপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কোভিড এর কারণে মাত্র ৪০জন শিক্ষার্থীকে এই কোর্সে সুযোগ দেয়া হয়। 

কোর্সের উদ্যোক্তা সোস্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান জানান, পরবর্তীতে আরেও তিনমাস অনলাইন ট্রেনিং এর মাধ্যমে অংশগ্রহণকারীদের আরও দক্ষ করে গড়ে তোলা হবে।  

কোর্সের আয়োজক লাইফ ইন ইতালি পরিচালক এ কে জামান জানান, কোর্সটি পর্যায়ক্রমে ইতালির আরও অন্যান্য শহরে অনুষ্ঠিত হবে। 

কোর্স শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন ই ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়্যারম্যান জনাব ইদ্রিস ফরাজী। তিনি অংশগ্রহণকারীদের সঠিকভাবে প্রবাসীদের কাফ সার্ভিস প্রদানের আহ্বান জানান। 

কোর্সটি আয়োজনে সহযোগিতায় ছিলেন লাইফ ইন ইতালি রোম, টিএমএম ফিরেন্স এবং সিএসএন ভিসেন্সা। ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন মাল্টিমিডিয়া ইভেন্টস ও ড্রিম ট্যুরিজম।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank