ইতালিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স
ইতালিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স
ইতালিতে প্রবাসীদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পেতে শহরভিত্তিক দক্ষ জনশক্তি গড়ে তুলতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
রোমসহ ইতালির ২০টি শহর থেকে আসা প্রশিক্ষণার্থীদের নিয়ে পিয়াচ্ছা ভিত্তোরিও হোটেল নাপোলিতে ৭, ৮ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী এই ন্যাশনাল কাফ অপারেটর ট্রেনিং।
কোর্সটির প্রথমঅংশ তিন দিনব্যাপী একটানা প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ইতালি বিভিন্ন আইন-কানুন, ব্যবসা-বাণিজ্যের বোনাসসহ প্রয়োজনীয় ৫৬টি বিষয়ের ওপর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কোভিড এর কারণে মাত্র ৪০জন শিক্ষার্থীকে এই কোর্সে সুযোগ দেয়া হয়।
কোর্সের উদ্যোক্তা সোস্যাল মিডিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান জানান, পরবর্তীতে আরেও তিনমাস অনলাইন ট্রেনিং এর মাধ্যমে অংশগ্রহণকারীদের আরও দক্ষ করে গড়ে তোলা হবে।
কোর্সের আয়োজক লাইফ ইন ইতালি পরিচালক এ কে জামান জানান, কোর্সটি পর্যায়ক্রমে ইতালির আরও অন্যান্য শহরে অনুষ্ঠিত হবে।
কোর্স শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন ই ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানির চেয়্যারম্যান জনাব ইদ্রিস ফরাজী। তিনি অংশগ্রহণকারীদের সঠিকভাবে প্রবাসীদের কাফ সার্ভিস প্রদানের আহ্বান জানান।
কোর্সটি আয়োজনে সহযোগিতায় ছিলেন লাইফ ইন ইতালি রোম, টিএমএম ফিরেন্স এবং সিএসএন ভিসেন্সা। ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন মাল্টিমিডিয়া ইভেন্টস ও ড্রিম ট্যুরিজম।
আরও পড়ুন
জনপ্রিয়
- ডা. ফারজানাকে অভিনন্দন
- ওরে বাব্বা কত পিঠার কত নাম!
- রোমে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার অনলাইন কার্যক্রম ফেসবুকে ল
- মাকে হারালেন আজিজ আহমদ
- স্বজনদের শেষ মাটি দিতে না পারা প্রবাসীদের জীবনে বড় কষ্ট
- বিনা সাক্ষাৎকারে
ভ্রমণ, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস - দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে
এনওয়াইপিডির লে. কমান্ডার হচ্ছেন বাংলাদেশি আমেরিকান শামসুল হক - কানাডায় পেস এর উদ্যোগে বর্ণবাদ বিরোধী কার্যক্রম শুরু
- নিউইয়র্কে আগ্রাবাদ নাইট, এক মুখরিত সন্ধ্যার গল্প
- বিদেশি সিইও নয়, ব্রিটিশ বাংলাদেশিরা পাবেন নিজ দেশে কাজের সুযোগ