লেবানন থেকে আটকেপড়া ৭১ প্রবাসীকে দেশে আনলো বিমান বাহিনী
লেবানন থেকে আটকেপড়া ৭১ প্রবাসীকে দেশে আনলো বিমান বাহিনী
লেবাননের বৈরুতে সংঘটিত ভয়াবহ বিষ্ফোরণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে মানবিক ও ত্রাণ সহায়তা নিয়ে সে দেশে গিয়েছিলো বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে ৭১ জন প্রবাসী বাংলদেশি নাগরিককে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানটি বুধবার (১২ আগস্ট) দেশে ফিরেছে।
বাংলাদেশ বিমান বাহিনীর ১২ সদস্যের এয়ার ক্রুর এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী, এসিএসসি, পিএসসি, জিডি(পি)। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি প্রয়োজনীয় দিক নির্দেশনায় মিশনটি পরিচালিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বন্ধুপ্রতিম দেশসমূহে সংঘটিত যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা বিমান পরিবহন সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, বৈরুতে দুর্ঘটনা কবলিত প্রবাসী বাংলাদেশী, স্থানীয় জনগণ ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সহায়তা দিতে জরুরি চিকিৎসা সামগ্রীসহ একজন চিকিৎসক এবং নৌবাহিনী জাহাজের বাস্তব অবস্থা নিরুপণের জন্য একটি কারিগরী মুল্যায়নকারী দলকে নিয়ে বিমান বাহিনীর এই সি-১৩০ পরিবহন বিমানের গত রবিবার (৯ আগস্ট) লেবাননে যায়। ফিরতি পথে বিমানটি বৈরুত থেকে ৭১ জন প্রবাসী বাংলদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনে।
এর ফলে লেবাননের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে প্রত্যাশার কথা জানায় আইএসপিআর।
আরও পড়ুন
জনপ্রিয়
- ডা. ফারজানাকে অভিনন্দন
- ওরে বাব্বা কত পিঠার কত নাম!
- রোমে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার অনলাইন কার্যক্রম ফেসবুকে ল
- মাকে হারালেন আজিজ আহমদ
- স্বজনদের শেষ মাটি দিতে না পারা প্রবাসীদের জীবনে বড় কষ্ট
- বিনা সাক্ষাৎকারে
ভ্রমণ, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস - দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে
এনওয়াইপিডির লে. কমান্ডার হচ্ছেন বাংলাদেশি আমেরিকান শামসুল হক - কানাডায় পেস এর উদ্যোগে বর্ণবাদ বিরোধী কার্যক্রম শুরু
- নিউইয়র্কে আগ্রাবাদ নাইট, এক মুখরিত সন্ধ্যার গল্প
- বিদেশি সিইও নয়, ব্রিটিশ বাংলাদেশিরা পাবেন নিজ দেশে কাজের সুযোগ