সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফিলিপাইনের জাতীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত বই

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:৩২, ২৬ নভেম্বর ২০২০

আপডেট: ১৩:৩৭, ৩০ নভেম্বর ২০২০

৭৩১

ফিলিপাইনের জাতীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত বই

মুজিব বর্ষ উপলক্ষে ফিলিপাইনের জাতীয় গ্রন্থাগারকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ সম্পর্কিত বই উপহার দিয়েছে ফিলিপাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গ্রন্থাগারের পরিচালক জনাব সিজার গিলবারট আদ্রিয়ানো’র হাতে বইগুলো তুলে দেন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম । মুজিব বর্ষের লোগো মুদ্রিত শতাধিত বইয়ের অধিকাংশই ছিল ইংরেজীতে রচিত। 

অনুষ্ঠানে রাষ্ট্রদূত তার বক্তব্যে কীভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণকে স্বাধীনতা এনে দেয়া, সদ্য স্বাধীন দেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করা এবং শেষ পর্যন্ত তাঁর জনগণের জন্য নিজের জীবন দিয়ে চূড়ান্ত ত্যাগ স্বীকার করার কথা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। 

বইগুলো পাঠকদেরকে বাংলাদেশের স্বাধীনতা, শান্তি এবং উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর যে আবেগ এবং ত্যাগ ছিল তা বুঝতে সাহায্য করবে বলে মন্তব্য করেন সিজার গিলবারট আদ্রিয়ানো।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন বিশ্বনেতা এবং স্বাধীনতাকামী ও শান্তিকামী জনতার প্রতিকৃতি হিসেবেও অভিহিত করেন তিনি। 

বই হস্তান্তর অনুষ্ঠানের পর রাষ্ট্রদূত পরিচালকের সাথে বৈঠক করেন এবং বই প্রকাশনা ও প্রদর্শনীর ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank