বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে তৃতীয় বইমেলা আয়োজনের প্রস্তুতি শুরু
বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে তৃতীয় বইমেলা আয়োজনের প্রস্তুতি শুরু
আগামী ২৯-৩০শে অক্টোবর বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠেয় তৃতীয় বইমেলার প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার আয়োজক কমিটির সদস্যসহ শুভাকাঙ্খীদের প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বইমেলা আয়োজনের বিস্তারিত বিষয়ে উঠে আসে।
সভায় বইমেলা সফলভাবে আয়োজনের কর্মকৌশল নির্ধারণ ও বিভিন্ন কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়। এবারের বইমেলায় বাংলা একাডেমীর মহাপরিচালকসহ লেখক, সাহিত্যিক, কবি, শিশু সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বগণ উপস্থিত থাকবেন বলে সভায় জানানো হয়।
সভায় জানানো হয়, এবারের বইমেলার অন্যতম আকর্ষণ হচ্ছে - বইমেলায় আগতরা প্রখ্যাত কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতার সুযোগ। এছাড়া, পাঠ উন্মোচন, কিশোর-কিশোরীদের চিত্রাংকন, বিশেষ নৃত্য, গানের ছোঁয়ায় কবিতা, শর্ট ফিল্ম ইত্যাদি থাকছে এবারের বই মেলায়।
আয়োজকরা জানান, পারিবারিক ছুটিতে বইমেলা উপভোগের পাশাপশি রাজধানী ওয়াশিংটন ডিসি’র আশেপাশের ঐতিহাসিক স্থান পরিদর্শণের সুযোগ গ্রহণ করতে ডিসকাউন্ট মূল্যে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের হলিডে ইন এক্সপ্রেস হোটেলে অবস্থানের সুবিধা পাওয়া যাবে।
সভায় আয়োজক কমিটির আহবায়ক দস্তগীর জাহাঙ্গীরের উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বইমেলার প্রধান উপদেষ্টা ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান রোকেয়া হায়দার। মেলার প্রধান পৃষ্টপোষক মাজহারুল হক, উপদেষ্টা ড. নজরুল ইসলাম ও ড. আরিফুল ইসলাম, প্রধান সমন্ময়ক আতিয়া মাহজাবীন নীতু, গত বইমেলার প্রধান সমন্ময়ক সামিনা আমিন, শিল্পী মনি দিনা ও মেরিনা রহমান, ম্যাগাজিন কমিটির প্রধান রায়হান আহমেদ, চিত্রকর ইফতেখার সিদ্দিক, সমন্ময়ক মনি রিয়াদ, রিয়াদ, রাশেদ, হাসনাত সানী, আসিফ ও তারেক মেহেদী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ডা. ফারজানাকে অভিনন্দন
- ওরে বাব্বা কত পিঠার কত নাম!
- রোমে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবার অনলাইন কার্যক্রম ফেসবুকে ল
- মাকে হারালেন আজিজ আহমদ
- স্বজনদের শেষ মাটি দিতে না পারা প্রবাসীদের জীবনে বড় কষ্ট
- বিনা সাক্ষাৎকারে
ভ্রমণ, ব্যবসা ও মেডিকেল ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস - দক্ষিণ এশিয়ার প্রথম হিসেবে
এনওয়াইপিডির লে. কমান্ডার হচ্ছেন বাংলাদেশি আমেরিকান শামসুল হক - কানাডায় পেস এর উদ্যোগে বর্ণবাদ বিরোধী কার্যক্রম শুরু
- নিউইয়র্কে আগ্রাবাদ নাইট, এক মুখরিত সন্ধ্যার গল্প
- বিদেশি সিইও নয়, ব্রিটিশ বাংলাদেশিরা পাবেন নিজ দেশে কাজের সুযোগ